Durga Puja 2021:সিঁদুরে রাঙা হল গাল, মা চললেন স্বামীর ঘরে
আজ বিজয়া, সাড়ে চারশো বছরের প্রাচীন প্রথা সিঁদুর খেলায় মাতলেন মহিলারা (এই ছবি পটনার একটি মণ্ডপের)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ দশমী৷ বেজে গিয়েছে বিসর্জনের বাজনা৷ এবার উমার শ্বশুরবাড়ি ফেরার পালা৷ (এই ছবি রাঁচির)
মণ্ডপে মণ্ডপে দেবী-বরণ। মহিলাদের সিঁদুর খেলা (এই ছবি বারাণসীর)
আসছে বছর আবার আসার প্রতিশ্রুতি দিয়ে আজ দেবী পাড়ি দিচ্ছেন কৈলাসে৷ (এই ছবি জামশেদপুরের)
উৎসবের শেষলগ্নে সিঁদুর খেলা, কোলাকুলিতে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ (এই ছবি গ্রেটার নয়ডার)
হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা (এই ছবি বারাণসীর)
দুর্গাপুজোর প্রতিটা দিনের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। (এই ছবি দিল্লির)
বিজয়া দশমীর সবথেকে বড় আকর্ষণ সিঁদুর খেলা (এই ছবি দিল্লির)
বিবাহিত মহিলারা এদিন মা দুর্গাকে সিঁদুর পরিয়ে বরণ করার পর নিজেরা একে অপরের সঙ্গে সিঁদুর খেলায় মেতে ওঠেন। (এই ছবি দিল্লির)
শাস্ত্র মতে জানা যায় যে, দুর্গাপুজোর বিজয়া দশমীতে বিবাহিত মহিলারা তাঁদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে সিঁদুর খেলেন। (এই ছবি দিল্লির)
হিন্দু ধর্ম এবং শাস্ত্রমতে এদিন সিঁদুর খেললে স্বামীর আয়ু বাড়ে (এই ছবি দিল্লির)
মা দুর্গাকে পান পাতা দিয়ে বরণ করে মিষ্টি মুখ করিয়ে মায়ের সিঁথিতে সিঁদুর দেন বিবাহিত মহিলারা (এই ছবি দিল্লির)
তারপর সেই সিঁদুর একে অপরের সিঁথিতে রাঙিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন তাঁরা। (এই ছবি দিল্লির)
সিঁদুর খেলার দিনই আয়োজিত হয় ধুনুচি নাচ (এই ছবি নদিয়ার)
শাস্ত্র মতে আরও জানা যায় যে, প্রায় সাড়ে চারশো বছর আগে প্রথমবার সিঁদুর খেলা হয় বিজয়ার দিনে। (এই ছবি দিল্লির)
সেই থেকে যুগ যুগ ধরে এই রীতি মেনে আসছেন বাঙালিরা। (এই ছবি দিল্লির)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -