Election Result 2022:একমাত্র বুথ ফেরত সমীক্ষা, যেখানে ইঙ্গিত উত্তরপ্রদেশে হারতে চলেছে বিজেপি, সরকার গড়তে পারে সপা
উত্তরপ্রদেশে সাত দফার ভোটগ্রহণ গত ৭ মার্চ সমাপ্ত হয়েছে। আগামীকাল ভোট গণনা। ভোটের ফলের দিকে সাগ্রহে তাকিয়ে রাজনৈতিক মহল। ভোটের ফল ঘোষণা হওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই বুথ ফেরত সমীক্ষাগুলিতে জানানো হয়েছে, উত্তরপ্রদেশে কোন দল কতগুলি আসন পেতে পারে, কোন দল কত আসন পেতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেশিরভাগ বুথফেরত সমীক্ষাতেই উত্তরপ্রদেশে বিজেপি জোটের ক্ষমতায় প্রত্যাবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে।
এরইমধ্যে এমনই একটি বুথ ফেরত সমীক্ষার ফল সামনে এসেছে, যা বাকিগুলির তুলনায় একেবারেই আলাদা। এই বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, উত্তরপ্রদেশে ক্ষমতায় আসতে পারে সমাজবাদী পার্টি নেতৃত্বাধীন জোট। দেশবন্ধু বুথ ফেরত সমীক্ষায় সমাজবাদী পার্টির জোট ২০০-র গণ্ডি পেরিয়ে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
দেশবন্ধু-র বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে, উত্তরপ্রদেশে ৪০৩ টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের আসন ১৩৪ থেকে হতে পারে ১৫০। ফলে তারা সরকার গঠনের জন্য় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে ওই বুথ ফেরত সমীক্ষায়।
অর্থাৎ,২০১৭-র তুলনায় বিজেপি জোট ২০০-র বেশি আসন হারাতে পারে বলে ওই বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে।
দেশবন্ধু-র বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, সমাজবাদী পার্টি নেতৃত্বাধীন জোট ২২৮ থেকে ২৪৪ আসন পেতে পারে।
দেশবন্ধু-র বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে., গত বিধানসভা নির্বাচনের তুলনায় সমাজবাদী পার্টি দুশোর বেশি আসন পেয়ে পরিষ্কার সংখ্যাগরিষ্টতা অর্তা ২০২-এর সংখ্যা ছাড়িয়ে যেতে পারে।
তবে অন্যান্য বুথ ফেরত সমীক্ষার তুলনায় দেশবন্ধু-র এই বুথ ফেরত সমীক্ষা কতটা সঠিক হবে, তা ফল ঘোষণার পর জানা যাবে। আপাতত, পোল অফ পোলসে উত্তরপ্রদেশে বিজেপির ক্ষমতায় প্রত্যাবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -