Secunderabad Fire: সেকেন্দ্রাবাদের অগ্নিকাণ্ডে মৃত বিহারের ১১ পরিযায়ী শ্রমিক

বাতিল জিনিসের কারখানায় আগুন

1/7
বুধবার ভোররাতে আগুন লাগল সেকেন্দ্রাবাদের এক বাতিল জিনিসের গুদামে। অগ্নিকাণ্ডে বিহারের ১১ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।
2/7
দমকলের প্রাথমিকভাবে অনুমান যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। যদিও সঠিক কারণ জানা যায়নি।
3/7
বুধবার ভোরের দিকে হায়দরাবাদের বইগুড়া অঞ্চলে এক গুদামে আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর গুদাম থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এক শ্রমিক। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
4/7
পুলিশ সূত্রে খবর, অন্তত ১২ জন কর্মী ওই গুদামের দোতলায় ঘুমোচ্ছিলেন যখন আগুন লাগে গুদামের এক তলায়। 'কর্মীদের বেরিয়ে আসার একমাত্র রাস্তা ছিল একতলার বাতিল জিনিসের দোকান যেটার শাটার বন্ধ ছিল,' বলছেন স্থানীয় পুলিশ।
5/7
সকাল ৮টা নাগাদ প্রায় ১১ জনের দেহ উদ্ধার করা হয়। ভোররাত তিনটে নাগাদ দমকলে খবর যায় এবং ৯টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
6/7
ফাইবার কেবল থাকার জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, যাঁদের দেহ উদ্ধার হয়েছে তাঁরা পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। প্রত্যেকের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
7/7
পুলিশ আগুনের কারণ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে। গুদামটি আবাসিক এলাকায় হওয়ায় দমকলকর্মীরা প্রথমেই অন্যত্র আগুন ছড়িয়ে পড়া থেকে নিয়ন্ত্রণ করে।
Sponsored Links by Taboola