India Gate Update: ৫০ বছর পর দিল্লির ইন্ডিয়া গেটে নিভল ‘অমর জ্যোতি’, ওয়ার মেমোরিয়ালে মিশল অগ্নিশিখা
২৩ জানুয়ারি ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি স্থাপন করবে মোদি সরকার। প্রধানমন্ত্রীর এই ঘোষণার কয়েকঘণ্টার মধ্যেই ইন্ডিয়া গেটে, ৫০ বছর পরে নিভল অমর জওয়ান জ্যোতির বহ্নিশিখা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা মিশিয়ে দেওয়া হল ৪০০ মিটার দূরে ওয়ার মেমোরিয়ালের অগ্নিতে। সামরিক রীতি অনুযায়ী সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয়।
ইন্ডিয়া গেটে গত ৫০ বছর ধরে থাকা অনির্বান অমর জ্যোতির জায়গায় রইল শুধু স্মারক, যেখানে রয়েছে উল্টে থাকা রাইফেলে সামরিক হেলমেট।
শুক্রবার চিফ অফ ইন্টিগ্রেটেড স্টাফ কমিটি, এয়ার মার্শাল বিআর কৃষ্ণার উপস্থিতিতে অমর জওয়ান জ্যোতি মিলল জাতীয় সমর স্মারকে। এর আগে ইন্ডিয়া গেট থেকে সেনার জওয়ানরা ইন্ডিয়া গেট থেকে অমর জওয়ান জ্যোতি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে নিয়ে আসেন। এখন দুটি মশালই ওয়ার মেমোরিয়ালে প্রজ্জ্বলিত থাকবে।
অমর জওয়ান জ্যোতি বলে আলাদা কিছু যে থাকবে না, সে ব্যাপারে সরকারি স্তরে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল আগেই। শুক্রবার তা প্রকাশ্যে আসে। শুরু হয়ে যায় বিতর্ক।
ঐতিহাসিক বাংলাদেশ যুদ্ধে শহিদ সেনাদের স্মৃতিতে তৈরি অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখায় জ্বালানো হয় একটি মশাল। এবার নিভিয়ে দেওয়া হয় ১৯৭২ সাল থেকে জ্বলতে থাকা সেই অমর জওয়ান জ্যোতির বহ্নিশিখা।
যথাযোগ্য মর্যাদায় জ্বলন্ত মশাল নিয়ে সেনা জওয়ানরা রওনা দেন ৪০০ মিটার দূরে, জাতীয় যুদ্ধ স্মারক বা ওয়ার মেমোরিয়ালে। ৯ মিনিট পরই জওয়ানরা পৌঁছে যান ওয়ার মেমোরিয়ালে। সেখানে শহিদ সেনানীদের প্রতি সম্মান জানিয়ে মিশিয়ে দেওয়া হয় অগ্নিশিখা।
১৯৭১ সাল...পাকিস্তানি সেনার অত্যাচারে ক্ষতবিক্ষত তৎকালীন পূর্ব পাকিস্তান।সেই সময় আমেরিকার রক্তচক্ষু সত্বেও, পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।শেষপর্যন্ত ভারতীয় সেনার পরাক্রমের সামনে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনা।
জেনারেল স্যাম মানকেশর নেতৃত্বে সেদিন প্রায় ৯৩ হাজার পাক সেনা আত্মসমর্পণ করেছিল...আজ পর্যন্ত কোনও যুদ্ধে একসঙ্গে এত সেনা আত্মসমর্পণ করেনি। সেদিন পাকিস্তানকে দু’টুকরো করে দিয়েছিলেন ইন্দিরা গাঁধী।জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।
যুদ্ধে যে ভারতীয় জওয়ানরা প্রাণ দিয়েছিলেন, ১৯৭২ সালে, তাঁদের স্মৃতিতে দিল্লি-তে তৈরি করা হয় অমর জওয়ান জ্যোতি। উদ্যোগ নেন ইন্দিরা গান্ধী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -