Guru Purnima 2022: উত্তর থেকে দক্ষিণ, দেশ জুড়ে পালিত গুরুপূর্ণিমা
গুরুপূর্ণিমার দিন গোরক্ষপুরের গোরক্ষনাথ মঠে পুজো দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও মঠের প্রধান যোগী আদিত্যনাথ। নিজে হাতে আরতি করেন যোগী আদিত্যনাথ। ছবি: পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহিন্দুধর্মের পাশাপাশি বৌদ্ধধর্মেও গুরুপূর্ণিমা শ্রদ্ধা সহকারে পালন করা হয়। সামিল হন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। কর্নাটকের বেঙ্গালুরুতে মহাবোধি সোসাইটি হলে গুরুপূর্ণিমার তিথিতে প্রার্থনারত বৌদ্ধ সন্ন্যাসীরা। ছবি: পিটিআই
ভারতে সব জায়গায় অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় গুরুপূর্ণিমা তিথি। এই শুভদিনে অনেকে তাঁদের ইষ্টদেবতাকে পুজো করে থাকেন। এদিন তেমনই ছবি বিহারের পাটনায়। গঙ্গার স্নান করে শিবের পুজো দিচ্ছেন ভক্তরা। ছবি: পিটিআই
রাজস্থানেও পালিত হয়েছে গুরুপূর্ণিমা। রাজস্থানে পুস্কর হ্রদে পুজোয় ব্যস্ত মহিলারা। ছবি: পিটিআই
গুরুপূর্ণিমা উপলক্ষে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নয়াদিল্লির বাল্মিকী মন্দিরে পুজো দিলেন নাড্ডা। ছবি: পিটিআই
হিন্দুধর্ম মতে গুরুপূর্ণিমার দিন দীক্ষাগুরুকে পুজো করে তাঁর আশীর্বাদ নিতে হয়। সেই ছবি দেখা গেল বারাণসীতে। বাবা কিনারাম আশ্রমের সামনে দীর্ঘ লাইন ভক্তদের। ছবি: পিটিআই
এ যেন একটু অন্যরকম গুরুপূর্ণিমা উদযাপন। গুজরাতের সুরাতের একটি স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের উপর ফুল ছড়িয়ে গুরুপূর্ণিমার শ্রদ্ধা জানাল পড়ুয়ারা। ছবি: পিটিআই
অনেকটা একই ছবি উত্তরপ্রদেশের মোরাদাবাদে। সেখানে একটি স্কুলে শিক্ষিকাদের প্রণাম আশীর্বাদ নিল পড়ুয়ারা। ছবি: পিটিআই
গত বছর করোনা কড়াকড়ির মধ্যে একদিনের জন্য খুলেছিল বেলুড় মঠ। এবারও বেলুড়ে সকাল থেকে ভক্ত ও দর্শনার্থীদের ঢল। হিন্দুধর্ম মতে এই দিনটিতে সব গুরুর জন্মতিথি পালিত হয়৷ তাই এই বিশেষ দিনে বেলুড় মঠে হাজির হন মঠের শিষ্য ও দীক্ষিতরা৷ গুরু পূর্ণিমার দিন মঠে ঠাকুর-মা-স্বামীজীর বাণী পাঠ, বৈদিক মন্ত্র, স্তোত্র উচ্চারণ, ভক্তি সঙ্গীত হয়। ছবি: বেলুর মঠের টুইটার হ্যান্ডেল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -