Har Ghar Tiranga: স্বাধীনতার অমৃতকাল উদ্যাপন, দেশভক্তির ভাবনা প্রবল করতে ‘ঘরে ঘরে তেরঙ্গা’ কর্মসূচি কেন্দ্রের
স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশ জুড়ে অমৃত মহোৎসবের ঘোষণা হয়েছে আগেই। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ঘোষণা করেন। এ বছর ৭৬তম স্বাধীনতা দিবসে এ বার কেন্দ্রের তরফে বিশেষ কর্মসূচির পরিকল্পনা গৃহীত হল, যার আওতায় সরকারি ভবন-সহ ২০ কোটি বাড়ির মাথায় জাতীয় পতাকা ওড়ানোর সংকল্প গৃহীত হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই কর্মসূচির নাম রাখা হয়েছে ‘হর ঘর তেরঙ্গা’। অগাস্ট মাসে তিন দিন ধরে ঘরে ঘরে পতাকা ওড়ানো হবে তার আওতায়। সরকারি ভবন, রাষ্ট্রায়াত্ত দফতর থেকে স্বেচ্ছাসেবী সংস্থা, রেস্তরাঁ, শপিং মল, টোলপ্লাজা, থানায় জাতীয় পতাকা ওড়ানোর পরিকল্পনা রয়েছে।
সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্ত ভাবে এই কর্মসূচিতে যোগদানে আগ্রহী করে তোলার উদ্যোগ শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি-র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ খোদ এর প্রস্তুতি পর্যালোচনা করে দেখেছেন ইতিমধ্যেই। স্বাধীনতার অমৃত মহোৎসবের অধীনেই চালানো হবে এই কর্মসূচি।
এ নিয়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও কথা বলেছেন শাহ। সেই নিয়ে ট্যুইটও করেন তিনি। লেখেন, ‘নাগরিকের মনে দেশভক্তির ভাবনা প্রবল করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির আওতায় বিশেষ অভিযানের পরিকল্পনা করেছেন’।
এই প্রকল্পের আওতায় আগামী ১৩ থেকে ১৫ অগাস্ট তেরঙ্গা ওড়ানোর পরিকল্পনা রয়েছে। বেসরকারী সংস্থাগুলিকেও আহ্বান জানানো হয়েছে তাতে অংশ নিতে। এ নিয়ে গত ১৬ জুলাই জরুরি বৈঠক করেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
বৈঠকে সমস্ত রাজ্য, অঙ্গরাজ্য, জেলা এবং ব্লক স্তরের বিজেপি সভাপতিদের কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী কিষান রেড্ডিও।
এ ছাড়াও ২২ জুলাই থেকে সমস্ত সরকারি ওয়েবসাইটের অগ্রভাগে তেরঙ্গার ছবি রাখতে বলা হয়েছে। নাগরিকদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ট্যুইটারেও তেরঙ্গার ছবি তুলে ধরতে উৎসাহিত করা হবে।
এই নিয়ে আগামী ৯ থেকে ১৫ অগাস্ট অভিযানে নামছে বিজেপি। চলতি সপ্তাহ থেকেই নানা অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে তারা। ১০ থেকে ১২ অগাস্ট দেশের প্রতিটি জেলায় তেরঙ্গা মিছিল করবে বিজেপি যুব মোর্চা।
এর পাশাপাশি, ৭৬তম স্বাধীনতা দিবসে দেশ জুড়ে স্বচ্ছতা অভিযান চালানো হবে। ১১ থেকে ১৫ অগাস্ট চলবে এই অভিযান। তার জন্য কেন্দ্রীয় কমিটিও গঠন করেছে বিজেপি।
উত্তরপ্রদেশে ইতিমধ্যেই ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। বারাণসীতে তার জন্য রাস্তায় নেমে চাঁদা তুলছেন শিক্ষক-শিক্ষিকারা। স্বাধীনতা দিবসে কচিকাঁচাদের মধ্যে ১ লক্ষ পতাকা বিলির লক্ষ্য গৃহীত হয়েছে সেখানে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -