Kedarnath Pilgrimage: ভারী বৃষ্টির অশনি সঙ্কেতে ফের বন্ধ কেদারনাথ-দর্শন
আবহাওয়া খারাপ। পুণ্যার্থীদের সুরক্ষার কথা ভেবে আর তাই কোনও ঝুঁকি নিতে চাইল না রুদ্রপ্রয়াগ জেলা প্রশাসন। বন্ধ থাকছে কেদারনাথ যাত্রার, সিদ্ধান্ত প্রশাসনের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত ৬ মে কেদারনাথের মন্দিরের দরজা খুলেছিল। তার পর থেকে পুণ্যার্থীর ঢল দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম স্থানে।
গত মাসে বিশ্ব যোগ দিবসেও মন্দির চত্বরের বাইরে এই ছবি দেখা যায়।
কিন্তু যে হারে আবহাওয়ার মতিগতি খারাপ হয়েছে, তাতে ভরসা পাচ্ছে না উত্তরাখণ্ড প্রশাসন। একের পর এক বিপর্যয় চলছেই।
বদ্রীনাথ হাইওয়ে আগেই বন্ধ হয়েছিল। গত ২৫ জুন রাতে যে বিপুল বৃষ্টি হয় তার ধাক্কায় বড় বড় বোল্ডার পরে বন্ধ হয়ে যায় বদ্রীনাথ হাইওয়ে।
তার আগে মে মাসেও বদ্রীনাথের পথে, এনএইচ সেভেনে বোল্ডার পরে একপ্রস্ত বিপর্যয় হয়।
এর মধ্যে ফের বৃষ্টির অশনি সঙ্কেত ভারতের আবহাওয়া দফতরের। রবিবার ও সোমবার উত্তরাখণ্ডের কিছু কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা।
শোনপ্রয়াগ থেকে উপরের দিকে প্রায় নিরবিচ্ছিন্ন ভাবে বৃষ্টি হয়ে চলেছে। সবটা দেখে আপাতত কেদারনাথ-যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -