Kedarnath Pilgrimage: ভারী বৃষ্টির অশনি সঙ্কেতে ফের বন্ধ কেদারনাথ-দর্শন
তখনও বন্ধ হয়নি কেদারনাথ দর্শন (ফাইল ছবি)
1/8
আবহাওয়া খারাপ। পুণ্যার্থীদের সুরক্ষার কথা ভেবে আর তাই কোনও ঝুঁকি নিতে চাইল না রুদ্রপ্রয়াগ জেলা প্রশাসন। বন্ধ থাকছে কেদারনাথ যাত্রার, সিদ্ধান্ত প্রশাসনের।
2/8
গত ৬ মে কেদারনাথের মন্দিরের দরজা খুলেছিল। তার পর থেকে পুণ্যার্থীর ঢল দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম স্থানে।
3/8
গত মাসে বিশ্ব যোগ দিবসেও মন্দির চত্বরের বাইরে এই ছবি দেখা যায়।
4/8
কিন্তু যে হারে আবহাওয়ার মতিগতি খারাপ হয়েছে, তাতে ভরসা পাচ্ছে না উত্তরাখণ্ড প্রশাসন। একের পর এক বিপর্যয় চলছেই।
5/8
বদ্রীনাথ হাইওয়ে আগেই বন্ধ হয়েছিল। গত ২৫ জুন রাতে যে বিপুল বৃষ্টি হয় তার ধাক্কায় বড় বড় বোল্ডার পরে বন্ধ হয়ে যায় বদ্রীনাথ হাইওয়ে।
6/8
তার আগে মে মাসেও বদ্রীনাথের পথে, এনএইচ সেভেনে বোল্ডার পরে একপ্রস্ত বিপর্যয় হয়।
7/8
এর মধ্যে ফের বৃষ্টির অশনি সঙ্কেত ভারতের আবহাওয়া দফতরের। রবিবার ও সোমবার উত্তরাখণ্ডের কিছু কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা।
8/8
শোনপ্রয়াগ থেকে উপরের দিকে প্রায় নিরবিচ্ছিন্ন ভাবে বৃষ্টি হয়ে চলেছে। সবটা দেখে আপাতত কেদারনাথ-যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত।
Published at : 09 Jul 2022 11:49 PM (IST)