Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Kashmir & Himachal Pradesh Snowfall : যে দিকে তাকাবেন শুধুই তুষার-আস্তরণ, সিমলা থেকে দোদা, দেখুন বরফ-ছবি
কাশ্মীরে চলছে তুষারপাত। বরফের চাদরে ঢেকেছে চারদিক। শ্রীনগর, শোপিয়ান, দোদায় শুধুই বরফ। উত্তরকাশীতেও প্রবল তুষারপাত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলাদাখ প্রশাসন জানায়, জোজি-লা পাসে খুব বেশি তুষারপাত হচ্ছে। তীব্র ঠান্ডা তো আছেই। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।
পুরু বরফের চাদরে ঢেকেছে ভূস্বর্গের বিস্তীর্ণ এলাকা। জমেছে স্তরে স্তরে বরফ। দোদার ছবি।
প্রবল তুষারপাতে বিপর্যন্ত কাশ্মীরের বহু জায়গায় যান চলাচলও।
গত কয়েকদিন ধরেই হিমাচলপ্রদেশে চলছে প্রবল তুষারপাত। কোথাও কোথায় তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে।
পর্যটননগরী সিমলা ঢেকেছে পুরু বরফের চাদরে। করোনা আবহে পর্যটক কম থাকলেও, যাঁরা আছেন, তাঁরাই আনন্দে আত্মহারা।
প্রতিবছর এই সময় পর্যটকের ঢল নামে হিমাচলে। এহার কিছুটা হলেও তাতে বাধা সৃ্ষ্টে করেছে করোনা-আতঙ্ক।
দোকানপাট ঢেকেছে বরফের চাদরে। কাঁপছে হিমাচল। রাস্তার ধারে বসার আসন বরফে গা ঢাকা দিয়েছে।
আগামী কয়েকদিনও এমনই থাকতে পারে আবহাওয়া। জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে হবে তুষারপাতও।
করোনার চোখ রাঙানি সত্ত্বেও আশপাশ থেকে মানুষ ভিড় জমাচ্ছেন এই ক্য়ালেন্ডারের পাতার মতো সুন্দর ছবিটা দেখবেন বলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -