Independence Day 2021: লালকেল্লায় পুষ্পবৃষ্টি, লাদাখে উড়ল তেরঙ্গা, ৭৫ তম স্বাধীনতা পালন দেশজুড়ে
আজ ৭৫তম স্বাধীনতা দিবস। করোনা আবহে কড়া নিরাপত্তার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে দিনটি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই প্রথমবার স্বাধীনতা দিবসে লালকেল্লার অনুষ্ঠানে পুষ্পবৃষ্টি করল বায়ুসেনার হেলিকপ্টার।
এদিন দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে লালকেল্লা থেকে অষ্টমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রীকে দেওয়া হয় গার্ড অফ অনার। উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তিন বাহিনীর প্রধান ও চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।
সকাল ৭টায় রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।
লাদাখে সেনাঘাঁটিতে উড়ল তেরঙ্গা। মার্চ পাস্টে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন সেনাবাহিনী।
লালকেল্লায় Mi 17 1V হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়।
টোকিও অলিম্পিক্সে ভারতকে বিশ্বমঞ্চে যারা গর্বিত করেছেন সেই সকল প্লেয়াররাও উপস্থিত ছিলেন এদিন।
প্রধানমন্ত্রী করোনা অতিমারী মোকাবিলায় চিকিৎসক ও নার্সদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।
স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। ৭৫ তম স্বাধীনতা দিবসে অমৃত মহোৎসব দেশে নতুন উদ্দীপনার সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -