Chhattisgarh Naxal Attack মাওবাদী হানায় নিহত জওয়ানদের শ্রদ্ধা অমিত শাহর
মাওবাদী সংঘর্ষে নিহত জওয়ানদের শেষ শ্রদ্ধা জানাতে ছত্তীসগঢ়ে পৌঁছলেন অমিত শাহ। সকালে জগদালপুরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই সুকমা-বিজাপুর সীমানায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে মৃত ২২ জন জওয়ানকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএরপর বিজাপুরে গিয়ে নিরাপত্তা বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যান বাসাগুড়ায় সিআরপিএফ ক্যাম্পে। রায়পুরে আহত জওয়ানদের সঙ্গে দেখা করে আজই দিল্লি ফেরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
১১ বছর আগের দান্তেওয়াড়ার স্মৃতি ফিরল সুকমায়। ছত্তীসগঢ়ে মাওদমন অভিযানের মাঝেই ফের মাওবাদী হামলা। শুক্রবার রাতে দক্ষিণ বস্তারে মাওবাদীদের শক্তঘাঁটি সুকমা ও বীজাপুরের মাঝে অভিযানে নামে যৌথবাহিনী। তাতে সিআরপিএফ, কোবরা-সহ ছত্তীসগঢ়ে পুলিশের জওয়ানাও ছিলেন।
পুলিশ সূত্রে দাবি, শনিবার বেলা ১২টা নাগাদ জগরগুন্ডা থানার জোনাগড় গ্রামের কাছে অতর্কিতে বাহিনীর ওপর হামলা চালায় কয়েকশো মাওবাদীরা। প্রাথমিক ধাক্কা সামলে পাল্টা জবাব দেয় বাহিনীও।
মাওবাদীদের হামলায় প্রাণ হারান ২২ জওয়ান। আহতও হন অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাহিনীর পাল্টা জবাবে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন মাওবাদীও। সিআরপিএফ সূত্রে খবর, নিহত জওয়ানদের কাছে থাকা প্রায় দু’ডজনের বেশি অস্ত্র মাওবাদীরা লুঠ করে পালায়। রবিবার মাওবাদীদের খোঁজে চিরুণি তল্লাশি শুরু হয়।
ঘটনাস্থলে যান সিআরপিএফ-এর ডিজি। এই ঘটনায় ট্যুইট করে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জওয়ানদের আত্মত্যাগ ব্যর্থ হবে না বলে কড়া বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। ফোন করে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে কথাও বলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -