Kashmir: কাশ্মীরে তুষার আচ্ছাদিত পাহাড়ি অঞ্চলে সশস্ত্র বাহিনীর যৌথ হেলিবোর্ন মহড়া
কাশ্মীর উপত্যকার সুউচ্চ পার্বত্য এলাকায় ভারতীয় বায়ু সেনা ও নৌবাহিনীর সঙ্গে যৌথ হেলিবোর্ন মহড়া সেনাবাহিনীর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসীমান্ত অঞ্চলে যৌথ প্রস্তুতির অঙ্গ হিসেবেই হল এই মহড়া।
প্রতিরক্ষা দফতর সূত্রে খবর, তিন সশস্ত্র বাহিনীর হেলিবোর্ন কলাম অত্যাধুনিক হেলিপক্টার ও অন্যান্য সরঞ্জাম নিয়ে এই মহড়ায় সামিল হয়েছিল।
হেলিবোর্ন অপারেশনের পরিচালনাগত ও সরঞ্জাম সংক্রান্ত বিষয়গুলির নিঁখুত সমন্বয়ের লক্ষ্যেই এই মহড়া।
শ্রীনগরের প্রতিরক্ষা মুখপাত্র এমরন মুসাভি বলেছেন, চিনার কর্পস বলে পরিচিত সেনার ১৫ কর্পসের নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।
প্রতিকূল পরিস্থিতিতে এই মহড়ার কিছু ছবি
তিনি জানিয়েছেন, কাশ্মীর উপত্যকার সুউচ্চ পার্বত্য এলাকায় হেলিকপ্টার বোর্ন ট্রেনিং ও ভ্যালিডেশন এক্সারসাইজ চালানো হয়েছে।
শ্রীনগরের প্রতিরক্ষা মুখপাত্র আরও জানিয়েছেন যে, শত্রু সীমায় নিজেদের যৌথ সক্ষমতা ঝালিয়ে নিতেই এই মহড়া চালানো হয়েছে।
সেনার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ৯০০০ ফুট উচ্চতায় তুষার আচ্ছাদিত অঞ্চলে এই মহড়া হয়।
পদাতিক, স্পেশ্যাল ফোর্সেস ও ভারতীয় নৌসেনার মার্কোসের বাহিনীকে এই হেলি বোর্ন টাস্ক ফোর্সে রাখা হয়।
এই হেলি-ড্রপ মহড়ার অন্তর্ভূক্ত ছিল সম্পূর্ণ পরিবহণ ও অ্যাপাচে সহ ভারতীয় সেনা ও বায়ুসেনার সশস্ত্র হেলিপক্টার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -