Kashmir: কাশ্মীরে তুষার আচ্ছাদিত পাহাড়ি অঞ্চলে সশস্ত্র বাহিনীর যৌথ হেলিবোর্ন মহড়া
সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া
1/11
কাশ্মীর উপত্যকার সুউচ্চ পার্বত্য এলাকায় ভারতীয় বায়ু সেনা ও নৌবাহিনীর সঙ্গে যৌথ হেলিবোর্ন মহড়া সেনাবাহিনীর।
2/11
সীমান্ত অঞ্চলে যৌথ প্রস্তুতির অঙ্গ হিসেবেই হল এই মহড়া।
3/11
প্রতিরক্ষা দফতর সূত্রে খবর, তিন সশস্ত্র বাহিনীর হেলিবোর্ন কলাম অত্যাধুনিক হেলিপক্টার ও অন্যান্য সরঞ্জাম নিয়ে এই মহড়ায় সামিল হয়েছিল।
4/11
হেলিবোর্ন অপারেশনের পরিচালনাগত ও সরঞ্জাম সংক্রান্ত বিষয়গুলির নিঁখুত সমন্বয়ের লক্ষ্যেই এই মহড়া।
5/11
শ্রীনগরের প্রতিরক্ষা মুখপাত্র এমরন মুসাভি বলেছেন, চিনার কর্পস বলে পরিচিত সেনার ১৫ কর্পসের নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।
6/11
প্রতিকূল পরিস্থিতিতে এই মহড়ার কিছু ছবি
7/11
তিনি জানিয়েছেন, কাশ্মীর উপত্যকার সুউচ্চ পার্বত্য এলাকায় হেলিকপ্টার বোর্ন ট্রেনিং ও ভ্যালিডেশন এক্সারসাইজ চালানো হয়েছে।
8/11
শ্রীনগরের প্রতিরক্ষা মুখপাত্র আরও জানিয়েছেন যে, শত্রু সীমায় নিজেদের যৌথ সক্ষমতা ঝালিয়ে নিতেই এই মহড়া চালানো হয়েছে।
9/11
সেনার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ৯০০০ ফুট উচ্চতায় তুষার আচ্ছাদিত অঞ্চলে এই মহড়া হয়।
10/11
পদাতিক, স্পেশ্যাল ফোর্সেস ও ভারতীয় নৌসেনার মার্কোসের বাহিনীকে এই হেলি বোর্ন টাস্ক ফোর্সে রাখা হয়।
11/11
এই হেলি-ড্রপ মহড়ার অন্তর্ভূক্ত ছিল সম্পূর্ণ পরিবহণ ও অ্যাপাচে সহ ভারতীয় সেনা ও বায়ুসেনার সশস্ত্র হেলিপক্টার।
Published at : 08 Dec 2021 08:11 AM (IST)