Navjot Simi Pics: দাঁতের ডাক্তার হিসাবে কেরিয়ার শুরু, এই আইপিএস অফিসারের রূপে মুগ্ধ সোশ্যাল মিডিয়া
নভজ্যোৎ সিমি। সোশ্যাল মিডিয়ায় এখন মোস্ট সার্চড নামগুলোর মধ্যে একটি। ২০১৭ সালের বিহার ক্যাডারের আইপিএস অফিসার এখন পটনার ডিএসপি। সুন্দরী আইপিএসের যে কোনও পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যক্তিগত জীবনের চেয়ে কাজকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন নভজ্যোৎ। তবে নিজের বিয়ে নিয়ে যা করলেন, তা রীতিমতো উদাহরণ হয়ে থেকে যাবে।
পঞ্জাবের মেয়ে নভজ্যোৎ বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ২০১৫ ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের আইএএস অফিসার তুষার সিঙ্গলার সঙ্গে।
নভজ্যোৎ পঞ্জাবের মেয়ে। এর আগে পিসিএস (পঞ্জাব সিভিল সার্ভিস) অফিসার হিসাবে নিযুক্ত ছিলেন তিনি।
পঞ্জাবের এক তফশিলি পরিবারে জন্ম। নভজ্যোতের বাবা ছিলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্তা।
নভজ্যোতের স্বামী তুষার এখন পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ার এসডিও। সামনে নির্বাচন। কাজের চাপে ছুটি পাওয়া দায়। তাই নিজের অফিসেই আইনি বিয়ে সেরে ফেললেন তুষার।
এক সময় ডেন্টিস্ট ছিলেন নভজ্যোৎ। তবে চিকিৎসকের কাজ তাঁকে টানত না। শেষ পর্যন্ত আইপিএস হওয়ার লক্ষ্যে শুরু হয় তাঁর অভিযান।
প্রথম চেষ্টাতেই আইপিএস হওয়া মুখের কথা নয়। ২০১৬ সালে তিনি প্রথমে পিসিএস (পঞ্জাব সিভিল সার্ভিস) অফিসার হন। তার পরের বছরই তিনি আইপিএস পরীক্ষায় পাশ করেন।
গোটা দেশের মধ্যে ৭৩৪ র্যাঙ্ক করেন নভজ্যোৎ। বর্তমানে তিনি পটনায় কর্মরত।
৫৬৫ কিলোমিটার পাড়ি দিয়ে হাওড়ার উলুবেড়িয়ায় এসে তিনি বিয়ে করেন তুষারকে।
তবে পরিবারের সকলকে এবং বন্ধুদের পরে অনুষ্ঠান করে খাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নবদম্পতি। ছবি: নভজ্যোতের ইনস্টাগ্রাম থেকে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -