Navjot Simi Pics: দাঁতের ডাক্তার হিসাবে কেরিয়ার শুরু, এই আইপিএস অফিসারের রূপে মুগ্ধ সোশ্যাল মিডিয়া
আইপিএস অফিসার নভজ্যোৎ সিমি।
1/11
নভজ্যোৎ সিমি। সোশ্যাল মিডিয়ায় এখন মোস্ট সার্চড নামগুলোর মধ্যে একটি। ২০১৭ সালের বিহার ক্যাডারের আইপিএস অফিসার এখন পটনার ডিএসপি। সুন্দরী আইপিএসের যে কোনও পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
2/11
ব্যক্তিগত জীবনের চেয়ে কাজকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন নভজ্যোৎ। তবে নিজের বিয়ে নিয়ে যা করলেন, তা রীতিমতো উদাহরণ হয়ে থেকে যাবে।
3/11
পঞ্জাবের মেয়ে নভজ্যোৎ বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ২০১৫ ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের আইএএস অফিসার তুষার সিঙ্গলার সঙ্গে।
4/11
নভজ্যোৎ পঞ্জাবের মেয়ে। এর আগে পিসিএস (পঞ্জাব সিভিল সার্ভিস) অফিসার হিসাবে নিযুক্ত ছিলেন তিনি।
5/11
পঞ্জাবের এক তফশিলি পরিবারে জন্ম। নভজ্যোতের বাবা ছিলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্তা।
6/11
নভজ্যোতের স্বামী তুষার এখন পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ার এসডিও। সামনে নির্বাচন। কাজের চাপে ছুটি পাওয়া দায়। তাই নিজের অফিসেই আইনি বিয়ে সেরে ফেললেন তুষার।
7/11
এক সময় ডেন্টিস্ট ছিলেন নভজ্যোৎ। তবে চিকিৎসকের কাজ তাঁকে টানত না। শেষ পর্যন্ত আইপিএস হওয়ার লক্ষ্যে শুরু হয় তাঁর অভিযান।
8/11
প্রথম চেষ্টাতেই আইপিএস হওয়া মুখের কথা নয়। ২০১৬ সালে তিনি প্রথমে পিসিএস (পঞ্জাব সিভিল সার্ভিস) অফিসার হন। তার পরের বছরই তিনি আইপিএস পরীক্ষায় পাশ করেন।
9/11
গোটা দেশের মধ্যে ৭৩৪ র্যাঙ্ক করেন নভজ্যোৎ। বর্তমানে তিনি পটনায় কর্মরত।
10/11
৫৬৫ কিলোমিটার পাড়ি দিয়ে হাওড়ার উলুবেড়িয়ায় এসে তিনি বিয়ে করেন তুষারকে।
11/11
তবে পরিবারের সকলকে এবং বন্ধুদের পরে অনুষ্ঠান করে খাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নবদম্পতি। ছবি: নভজ্যোতের ইনস্টাগ্রাম থেকে
Published at : 02 Mar 2021 08:12 PM (IST)