Maharashtra Corona প্রস্তুত থাকুন! কেন লকডাউনের প্রস্তুতি নিতে বললেন মুখ্যমন্ত্রী
‘মিশন বিগিন এগেন’ নির্দেশিকা জারি ফের নাইট কার্ফিউ বলবৎ করেছে মহারাষ্ট্র সরকার। ১৫ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে নাইট কার্ফিউ। শুনশান গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর মাঝেই মহারাষ্ট্রে ফের লকডাউন জারি হওয়ার ইঙ্গিত মিলেছে। রাজ্যের শীর্ষপদস্থ আমলা, স্বাস্থ্য দফতরের আধিকারিক ও কোভিড টাস্ক ফোর্সের সঙ্গে আলোচনায় জনগণের কোভিড নীতি না মানা নিয়ে ক্ষোভ প্রকাশ করে লকডাউনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।।
এমনিতেই নাইট কার্ফিউ জারি করার পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক করা, শারীরিক দূরত্ব বজায় রাখার কথাও বলা হয়েছে নির্দেশিকায়।
মহারাষ্ট্র সরকারের নির্দেশ মেনে বিভিন্ন এলাকায় এলাকায় ঘুরে টহল দিচ্ছে পুলিশ। যাতে কড়াভাবে যাবতীয় নিয়ম পালন করা হয়, সেটা নিশ্চিত করতেই তাদের এই ভূমিকা।
নির্দেশিকায় বলা হয়েছে সিনেমাহল, মল, অডিটোরিয়াম ও রেস্তোরাঁ রাত ৮ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে হোম ডেলিভারির অনুমতি দেওয়া হয়েছে।
নির্দেশ অমান্যকারীদের জরিমানা দিতে হবে। নাইট কার্ফুর বিধি অমান্য করলে ১০০০ টাকা ও মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। প্রকাশ্যে থুতু ফেললেও এলাকাভিত্তিক নিয়ন্ত্রণ অনুযায়ী জরিমানা দিতে হবে।
সম্প্রতি করোনার দ্বিতীয় টেউ আছড়ে পড়েছে ভারতে। সবথেকে বেশি প্রভাবিত হয়েছে যে অঞ্চলগুলো, তার মধ্যে রয়েছে মহারাষ্ট্রের একাধিক অঞ্চল।
বাণিজ্যনগরী মুম্বই সহ গোটা মহারাষ্ট্রজুড়ে ফের একাধিক মানুষ নতুন করে করোনার সংক্রমণে পড়েছেন, যার মধ্যে রয়েছেন সচিন তেন্ডুলকরও।
করোনার শৃঙ্খল ভাঙতে কঠোরভাবে নাইট কার্ফিউ জারি করার পাশাপাশি গোটা মহারাষ্ট্রজুড়ে বাড়ানো হয়েছে করোনা পরীক্ষার সংখ্যা।
আপাতত সমস্ত বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে চলবে কাজ। স্বাস্থ্য ও অন্যান্য অত্যাবশ্যক পরিষেবাকে এর বাইরে রাখা হয়েছে। আপাতত মহারাষ্ট্রে কোনও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ করা যাবে না। মেরিন ড্রাইভে নাইট কার্ফিউের মাঝে পুলিশের টহলদারি। ছবি-পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -