Uttarakhand Snowfall: শ্বেতশুভ্র কেদারনাথের মন্দির, ধবধবে রাস্তা-ঘাট! বরফের চাদরে মুড়েছে উত্তরাখণ্ড
মরসুমে প্রথম তুষারপাত। শ্বেতশুভ্র কেদারনাথের মন্দির। যেন বহু কাঙ্খিত দৃশ্য। আজ এমনই দৃশ্যের সাক্ষী হলেন পর্যটকরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরুদ্রপ্রয়াগ থেকে নন্দাদেবী ন্যাশনাল পার্ক। সর্বত্রই বরফের আচ্ছাদন। শনিবার সাদা ধবধবে বরফের আস্তরণে ঢেকে গিয়েছে গোটা রাজ্য।
স্বাভাবিকভাবেই এই দৃশ্য মুগ্ধ করেছে সকলকে। হিমালয়, ভাবর ও তরাই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য উত্তরাঞ্চলের এই রাজ্য বিখ্যাত।
উত্তরাখণ্ডের উত্তর দিকে রয়েছে চীনের তিব্বত অঞ্চল; পূর্বদিকে নেপালের মহাকালী অঞ্চল ও সুদূর-পশ্চিমাঞ্চল।
দক্ষিণ দিকে ভারতের উত্তরপ্রদেশ এবং উত্তর-পশ্চিম দিকে অবস্থিত ভারতের হিমাচল প্রদেশ। উত্তরাখণ্ড রাজ্যটি দুটি বিভাগে বিভক্ত। গাড়োয়াল ও কুমায়ূন বিভাগ।
জাঁকিয়ে শীত পড়েছে উত্তর ভারতে। গত ৩ ডিসেম্বরেও উত্তরাখণ্ডের নিতি উপত্যকার বাম্পা গ্রাম বরফের চাদরে মুড়ে যায়।
বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী একত্রে চারধাম নামে পরিচিত।
শীতকালে উত্তরাখণ্ডের চারধাম ভক্তদের জন্য বন্ধ থাকে প্রতিবছরই। প্রতিবছরই বরফ পড়ে পাহাড়ি রাস্তা বন্ধ হয়ে যায় একেবারেই।
৮ বছর আগে প্রাকৃতিক বিপর্যয়ে লণ্ডভণ্ড হয়ে যায় কেদারনাথ-সহ সমগ্র উত্তরাখণ্ড। ক্ষতিগ্রস্থ হয়েছিল শঙ্করাচার্যের সমাধিক্ষেত্রটিও।
সম্প্রতি, উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে যান প্রধানমন্ত্রী। পুজো দেন। জলাভিষেক এবং রুদ্রাভিষেকে অংশ নেন। মোদি এদিন মন্দির চত্বরে আদি শঙ্করাচার্যের সমাধিসৌধের উন্মোচন করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -