Uttarakhand Snowfall: শ্বেতশুভ্র কেদারনাথের মন্দির, ধবধবে রাস্তা-ঘাট! বরফের চাদরে মুড়েছে উত্তরাখণ্ড

বরফের চাদরে মোড়া উত্তরাখণ্ড

1/10
মরসুমে প্রথম তুষারপাত। শ্বেতশুভ্র কেদারনাথের মন্দির। যেন বহু কাঙ্খিত দৃশ্য। আজ এমনই দৃশ্যের সাক্ষী হলেন পর্যটকরা।
2/10
রুদ্রপ্রয়াগ থেকে নন্দাদেবী ন্যাশনাল পার্ক। সর্বত্রই বরফের আচ্ছাদন। শনিবার সাদা ধবধবে বরফের আস্তরণে ঢেকে গিয়েছে গোটা রাজ্য।
3/10
স্বাভাবিকভাবেই এই দৃশ্য মুগ্ধ করেছে সকলকে। হিমালয়, ভাবর ও তরাই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য উত্তরাঞ্চলের এই রাজ্য বিখ্যাত।
4/10
উত্তরাখণ্ডের উত্তর দিকে রয়েছে চীনের তিব্বত অঞ্চল; পূর্বদিকে নেপালের মহাকালী অঞ্চল ও সুদূর-পশ্চিমাঞ্চল।
5/10
দক্ষিণ দিকে ভারতের উত্তরপ্রদেশ এবং উত্তর-পশ্চিম দিকে অবস্থিত ভারতের হিমাচল প্রদেশ। উত্তরাখণ্ড রাজ্যটি দুটি বিভাগে বিভক্ত। গাড়োয়াল ও কুমায়ূন বিভাগ।
6/10
জাঁকিয়ে শীত পড়েছে উত্তর ভারতে। গত ৩ ডিসেম্বরেও উত্তরাখণ্ডের নিতি উপত্যকার বাম্পা গ্রাম বরফের চাদরে মুড়ে যায়।
7/10
বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী একত্রে চারধাম নামে পরিচিত।
8/10
শীতকালে উত্তরাখণ্ডের চারধাম ভক্তদের জন্য বন্ধ থাকে প্রতিবছরই। প্রতিবছরই বরফ পড়ে পাহাড়ি রাস্তা বন্ধ হয়ে যায় একেবারেই।
9/10
৮ বছর আগে প্রাকৃতিক বিপর্যয়ে লণ্ডভণ্ড হয়ে যায় কেদারনাথ-সহ সমগ্র উত্তরাখণ্ড। ক্ষতিগ্রস্থ হয়েছিল শঙ্করাচার্যের সমাধিক্ষেত্রটিও।
10/10
সম্প্রতি, উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে যান প্রধানমন্ত্রী। পুজো দেন। জলাভিষেক এবং রুদ্রাভিষেকে অংশ নেন। মোদি এদিন মন্দির চত্বরে আদি শঙ্করাচার্যের সমাধিসৌধের উন্মোচন করেন।
Sponsored Links by Taboola