Bharat Jodo Yatra: হায়দরাবাদের চলছে ভারত জোড়ো যাত্রা, রাহুলের সঙ্গে পদযাত্রায় বলিউড তারকা
রাহুলের নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা এখন এসে পৌঁছেছে তেলঙ্গানা। বুধবার হায়দরাবাদে হয়েছে পদযাত্রা। এতদিন একাধিক হেভিওয়েট নেতাদের দেখা গিয়েছে মিছিলে। শুরুর দিনে ছিলেন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী। কিন্তু সেই অর্থে ছিলেন না কোনও তারকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার ভারত জোড়ো যাত্রা দেখা গেল বলিউডের পুরনো এবং পরিচিত মুখ পূজা ভট্টকে। বুধবার ভারত জোড়ো যাত্রায় অভিনেত্রী এবং চিত্র পরিচালক পূজা ভট্টকে হাঁটতে দেখা গেল রাহুল গাঁধীর পাশে।
একেবারে সামনের সারিতে হেঁটেছেন পূজা ভট্ট। রাহুলের সঙ্গে পাল্লা দিয়ে জোরে হাঁটতে দেখা যায় তাঁকে।
একাধিক সামাজিক বিষয়েই সরব হতে দেখা যায় পূজা ভট্টকে। সোশ্যাল মিডিয়াতেও নানা বিষয়ে মন্তব্য করে থাকেন তিনি। এবার তাঁকে দেখা গেল কংগ্রেসের এই ভারতজোড়া কর্মসূচিতে।
বর্ষীয়ান চিত্র পরিচালক মহেশ ভট্টের মেয়ে পূজা ভট্ট। ১৯৮৯ সালে 'ড্যাডি' সিনেমায় তাঁর ডেবিউ। তারপরে একাধিক সিনেমায় তাঁর উজ্জ্বল উপস্থিতি রয়েছে।
'দিল হ্যায় কি মানতা নহি', 'সড়ক', 'স্যর', 'জখম'-সহ একাধিক দুরন্ত সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। চিত্র পরিচালক হিসেবেও উপহার দিয়েছেন একাধিক সিনেমা।
বুধবার, হায়দরাবাদের বালানগর মেইন রোড থেকে শুরু হয় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। এদিন দিন ৫৬ তম দিন। গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ু কন্যকুমারী থেকে শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা।
এর মধ্যেই তামিলনাড়ু, কেরল, কর্নাটকে ঘুরেছে ভারত জোড়ো যাত্রা। তারপরে অন্ধ্রপ্রদেশও পরিক্রম করেছেন ভারত জোড়ো যাত্রা। এবার তেলঙ্গানাতে রয়েছে কংগ্রেসের এই দীর্ঘ কর্মসূচি। গোটা কর্মসূচি ঠিক মতো করার জন্য তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস ১০টি বিশেষ কমিটিও তৈরি করেছে।
পদযাত্রা ঘিরে উৎসাহীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সদস্য-সমর্থকদের উপস্থিতি তো ছিলই। তারই সঙ্গে মিছিল দেখতে ভিড় করতে দেখা যায় অনেক বাসিন্দাদের।
বনালু উৎসবের শিল্পীদের সঙ্গে মেতে উঠতে দেখা গিয়েছে রাহুলকে। সব ছবি: কংগ্রেসের টুইটার হ্যান্ডেল এবং পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -