Vivek Oberoi on Covid19 লকডাউনে অভাবী মানুষদের মধ্যে আনাজ বিলি করলেন বিবেক ওবেরয়
অভিনয়ের পাশাপাশি সামাজিক কাজের জন্য পরিচিত বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। সম্প্রতি, মুম্বই পুলিশ ও এক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগে তিনি গরিব মানুষদের মধ্য খাদ্যবণ্টন করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বইয়ের জুহু স্টেশন লাগোয়া লক্ষ্মীনগরে লকডাউনে বিপর্যস্ত অভাবী মানুষদের মধ্যে আনাজ বিতরণ করার জন্য তাঁকে ডাকা হয়েছিল। আগ্রহের সঙ্গেই সেখানে পৌঁছে যান তিনি।
জুহু পুলিশ স্টেশন চত্বরে তিনি অভাবী মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। মানুষদের মধ্যে তিনি চাল, ডাল, আটা, চিনি, চা ও বিস্কুট তুলে দেন।
খাদ্যসামগ্রী বণ্টনের এই প্রক্রিয়ার আয়োজন করা হয়েছিল এক স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে। ব্যবস্থাপনার দায়িত্বে ছিল জুহু পুলিশ।
এই উপলক্ষে, মানুষদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান বিবেক। তাঁদের সমস্যার কথা শোনেন।
এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। বলেন, আমি এই বিষয়ে কিছুই বলব না।
এই বিষয়ে মুখ খোলেনি জুহু পুলিশও।
তথ্য রবি জৈন। ছবি মানব মঙ্গলানি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -