Azadi ka Amrut Mahotsav জয়সলমেরে ১০ হাজার ফুট থেকে ঝাঁপ তিনবাহিনীর ৭৫ স্কাইডাইভারের
স্বাধীনতার ৭৫ বছর প্রতীকী 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর অনুষ্ঠানের অঙ্গ হিসেবে রাজস্থানের জয়সলমেরের চন্দন রেঞ্জে তিন বাহিনীর একত্রে স্কাইডাইভিংয়ের আয়োজন করে ভারতীয় বায়ুসেনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএয়ার কমোডোর কে কালের নেতৃত্বে ৭৫ টি স্কাইডাইভার নিয়ে গঠিত তিন বাহিনীর এই স্কাইডাইভিং টিম চারটি এমআই ১৭ হেলিকপ্টার থেকে ১০ হাজার ফুট থেকে ঝাঁপ মারে।
স্কাইডাইভিংয়ের সময় দলটি চমৎকার পেশাদারিত্বের দৃঢ়তা এবং সংকল্পের নিদর্শন তুলে ধরেছিল।
ভিয়েতনামের কাম রান বে-তে সামরিক মহড়ায় অংশ নেওয়া ভারতীয় নৌসেনার রণতরীগুলি স্বাধীনতা দিবস উদযাপন করে।
এই মহড়ায় অংশ নিয়েছে আইএনএস রণবিজয় ও আইএনএস কোরা।
অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে এদিন সকালে মুম্বইতে ৭৫ জন সাইক্লিস্টকে নিয়ে ৭৫ কিলোমিটার দীর্ঘ ফ্রিডম সাইক্লোথন-এর আয়োজন করা হয়।
বিশেষ এই দিনটিতে লাদাখের প্যাংগং সো হ্রদের তীরে জাতীয় পতাকা উত্তোলন করল আইটিবিপি।
তেরঙা উত্তোলন করে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে একে অপরকে শুভেচ্ছে বিনিময় করলেন ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশের জওয়ানরা।
এই উপলক্ষে পেট্রাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে মিষ্টি বিনিময় করল বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার।
দক্ষিণ ২৪ পরগনার সাগরে জম্বুদ্বীপে তেরঙা উত্তোলন করে উপকূলরক্ষী বাহিনী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -