Mallikarjun Kharge: দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, এবার কংগ্রেসের সভাপতির দায়িত্বে বর্ষীয়ান এই নেতা
প্রায় আড়াই দশক। ফের কংগ্রেসের মাথায় এমন একজন কেউ বসলেন যিনি গাঁধী পরিবারের সদস্য নন। সনিয়া গাঁধীর হাত থেকে ব্যাটন নিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন হয়েছিল। ১৯ অক্টোবর ফল বেরলে দেখা গেল বিপুল ভোটে জয়ী হয়েছেন মল্লিকার্জুন।
কর্নাটকে জন্ম বর্ষীয়ান এই কংগ্রেস নেতার। বর্ষীয়ান এই রাজনীতিবিদের কেরিয়ার অর্ধশতক পেরিয়েছে। প্রথম থেকেই গাঁধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ মল্লিকার্জুন খাড়গে।
গুলবর্গার সরকারি কলেজে পড়ার সময় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন মল্লিকার্জুন খাড়গে। আইন নিয়ে পড়েছিলেন তিনি। তারপর ওকালতিও করেছেন।
তারপরে যতদিন গিয়েছে ক্রমশ জড়িয়ে পড়েছেন রাজনীতির আঙিনায়। ষাটের দশকে কংগ্রেসে যোগ দেন তিনি। তারপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি।
প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মন্ত্রিসভায় রেলমন্ত্রী এবং শ্রমমন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। কর্নাটকেও মন্ত্রি হিসেবে দায়িত্ব পালন করেছেন খাড়গে।
কর্নাটক থেকে রাজ্যসভার সদস্য বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। রাজ্যসভায় তিনি বিরোধী দলের নেতার দায়িত্বও পালন করেছেন।
ফল ঘোষণার পরেই নয়াদিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে গিয়ে তাঁরে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেসের বিদায়ী সভানেত্রী সনিয়া গাঁধী। নয়া সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন পায়লট।
বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশের গলায় খাড়গের ব্যাপারে ঢালাও প্রশংসা শোনা গিয়েছে। তিনি বলেছেন, নেহরুর দর্শনের অনুপ্রেরণায় সামাজিক উন্নয়নের অন্যতম উদাহরণ মল্লিকার্জুন খাড়গে।
পাশাপাশি, কংগ্রেস নেতা জয়রাম রমেশ এটাও বলেছেন যে, ব্যক্তিগত সম্মানের থেকেও মতার্দশকে উঁচুতে তুলে ধরেন যাঁরা, খাড়গের এই জয়ে তাঁরাও জয়ী হলেন। ছবি: পিটিআই এবং কংগ্রেসের টুইটার হ্যান্ডেল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -