CDS Bipin Rawat Death: ৬ বছর আগে নাগাল্যান্ডে রক্ষা পেলেও নীলগিরিতে শেষরক্ষা হল না! কপ্টার দুর্ঘটনায় প্রয়াত বিপিন রাওয়াত
হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল, ভারতের ৩ বাহিনীর সর্বোচ্চ পদাধিকারী, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর স্ত্রীর এবং কপ্টারে সওয়ার ভারতীয় সেনার আধিকারিক ও জওয়ানদের! এর আগেও ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় একাধিক VVIP-র মৃত্যু হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতামিলনাড়ুর ওয়েলিংটন! নীলগিরি উপত্যকার কোলে মনোরম সবুজের মাঝে ভারতীয় সেনার এলিট শিক্ষা প্রতিষ্ঠান - ডিফেন্স স্টাফ কলেজ। বুধবার সেখানেই একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ, জেনারেল বিপিন রাওয়াত।
পৌনে বারোটা নাগাদজেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা এবং আরও ন’জন ভারতীয় বায়ুসেনার এমআই সেভেনটিন ভি ফাইভ হেলিকপ্টারে ওঠেন। সুলুর এয়ার বেস ছেড়ে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওয়েলিংটনে নামার মিনিট পাঁচেক আগে, ১২.২০ নাগাদ নীলগিরির গভীর জঙ্গলে ভেঙে পড়ে এমআই সেভেনটিন ভি ফাইভ কপ্টারটি। উদ্ধার হয় একের পর এক দগ্ধ দেহ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে তাঁরা প্রচণ্ড শব্দ শুনতে পান। তারপর দেখেন, একটা আগুনের গোলা দু’টো গাছে ধাক্কা খেয়ে আছড়ে পড়ল।
বুধবার তামিলনাড়ুর কুন্নুরে, হেলিকপ্টার ভেঙে পড়ে, মৃত্যু হল চিফ অফ ডিফেন্স স্টাফ, জেনারেল বিপিন রাওয়াতের। তবে পাহাড়-জঙ্গলে ঘেরা এই দুর্ঘটনাস্থল এতটাই দুর্গম জায়গায় ছিল, যে উদ্ধারকাজে রীতিমতো বেগ পেতে হয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। শেষে স্থানীয় আদিবাসীদের সাহায্যে জঙ্গলের মধ্যে রাস্তা তৈরি করে সেখানে পৌঁছতে হয়।
বৃহস্পতিবার জেনারেল রাওয়াতের মৃতদেহ দিল্লিতে আনা হবে। জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকার পাশাপাশি ওই হেলিকপ্টারে ছিলেন ব্রিগেডিয়ার এলএসলিড্ডার, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, হাবিলদার সতপাল, হেলিকপ্টারটি চালাচ্ছিলেন উইং কমান্ডার পৃথ্বী সিং চৌহান। দুর্ঘটনার পর একে একে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
উরি হামলার পর পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক অপারেশনে পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন বিপিন রাওয়াত। বর্তমানে ভারতের তিন বাহিনীর সর্বোচ্চ পদে রয়েছেন তিনি। তাঁর কপ্টার ভেঙে পড়ার খবর সামনে আসার পরই দিল্লিতে হৈ চৈ পড়ে যায়।
সংসদ ভবন থেকে বেরিয়ে জেনারেল বিপিন রাওয়াতের বাড়িতে পৌঁছোন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিকেলে জেনারেল রাওয়াতের দিল্লির বাসভবনে পৌঁছন তিন বাহিনীর প্রধান। সন্ধে ছ’টা নাগাদ ভারতীয় বায়ুসেনা জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুসংবাদ ঘোষণা করে।
১৯৭৮ সালের ডিসেম্বর মাসে যোগ দিয়েছিলেন সেনা বাহিনীতে। ৪৩ বছর পর, সেই ডিসেম্বরেই কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ, জেনারেল বিপিন রাওয়াত। স্যাম মানেকশ, দলবীর সিং সুহাগের পর, তিনি গোর্খা ব্রিগেডের তৃতীয় অফিসার, যিনি দেশের সেনাপ্রধান হয়েছিলেন।
এর আগে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি নাগাল্যান্ডের ডিমাপুরেও দুর্ঘটনার কবলে পড়েছিল তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতের চিতা হেলিকপ্টার। ডিমাপুরের রাঙাপাহাড় হেলিপ্যাড থেকে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায় কপ্টারের ইঞ্জিন। প্রায় ২০ ফুট ওপর থেকে আছড়ে পড়ে কপ্টার। সেবার বরাত জোরে রক্ষা পান রাওয়াত। কিন্তু এবার আরও ভয়ঙ্কর দুর্ঘটনা।
মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, রাহুল গান্ধী, বৃহস্পতিবার এই ঘটনা নিয়ে সংসদে বক্তব্য রাখতে পারেন প্রতিরক্ষামন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -