Delhi Schools Reopen: আজ থেকে দিল্লিতে খুলল স্কুল, কোভিড নির্দেশিকা মেনেই চলল ক্লাস
করোনা সংক্রমণের মধ্যেই দিল্লিতে কোভিড বিধি মেনে আজ থেকে শুরু হল স্কুল। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ধাপে ধাপে স্কুল, কলেজ, কোচিং সেন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনির্দেশ মেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে চলছে ক্লাস। পড়ুয়াদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাও হয়েছে।
দিল্লি প্রশাসনের নির্দেশ ছিল সকাল এবং বিকেল-এই দুটি শিফটে চলবে ক্লাস।কমপক্ষে এক ঘন্টার ব্যবধান থাকবে দুই শিফটের মধ্যে।
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছিলেন কোনও পড়ুয়াকেই স্কুলে যাওয়ার জন্য জোর করা হবে না।
দীর্ঘদিনের লকডাউন কাটিয়ে ১ সেপ্টেম্বর থেকে সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং ক্লাস খোলার অনুমতি দেওয়া হয়েছিল।
তৃতীয় ঢেউয়ের শঙ্কার মধ্যেই স্কুল খুলেছে, তাই পরিস্কার-পরিচ্ছনতার লক্ষ্য রাখতে বলা হয়েছে রাজধানীর সব বিশ্ববিদ্যালয়গুলিকে।
প্রবেশ গেটে থার্মাল স্ক্যানার বাধ্যতামূলক। শিক্ষার্থীদের পাশাপাশি কর্মীদেরও মাস্ক ব্যবহার করতে হবে। স্কুল চত্বরে থার্মাল স্ক্যানার, স্যানিটাইজার এবং মাস্ক ইত্যাদির ব্যবস্থা রাখতে হবে।
প্রবেশ গেটে থার্মাল স্ক্যানার বাধ্যতামূলক। শিক্ষার্থীদের পাশাপাশি কর্মীদেরও মাস্ক ব্যবহার করতে হবে। স্কুল চত্বরে থার্মাল স্ক্যানার, স্যানিটাইজার এবং মাস্ক ইত্যাদির ব্যবস্থা রাখতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -