Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Delhi Storm: আচমকা ঝড়ে বেসামাল দিল্লি, প্রবল ক্ষয়ক্ষতি রাজধানীর বুকে
সপ্তাহের প্রথম দিনেই আচমকা ঝড়ে বেসামাল দিল্লি। ঝড়ের ধাক্কায় তছনছ রাজধানী ও পার্শ্ববর্তী এলাকা। কোথাও উল্টে পড়ল গাছ। কোথাও গড়গড়ি খেল বিজ্ঞাপনের বিলবোর্ড। অটোর উপর পড়ে গেল গাছ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাওয়ার দাপটে রাজধানীর রাস্তার মাঝে থাকা গার্ড বুথও মুখ থুবড়ে পড়ল রাস্তায়। এদিক ওদিক ছিটকে পড়েছে গার্ডরেল।
ঝড়ের ধাক্কায় শুনশান রাস্তা। নিরাপত্তাকর্মীদের ব্যবহার করার বুথ উল্টে পড়লেও এখনও তেমন গুরুতর জখম হওয়ার খবর নেই।
ঝড় ও শিলাবৃষ্টিতে এসেছে মৃত্যুর খবরও। উত্তর দিল্লিতে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে খবর, রাত ৮টা পর্যন্ত দিল্লিতে মোট ২৯৪টি গাছ পড়ে যাওয়ার খবর এসেছে।
দিল্লির রাস্তায় পাশে থাকা একাধিক গাছ উপড়ে পড়েছে। প্রবল হাওয়া ও বৃষ্টির কারণে পতন হয়েছে পারদেরও। দক্ষিণ দিল্লিতে এক ধাক্কায় পারদ নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। জানিয়েছে আবহাওয়া দফতর।
ঝড়ের ধাক্কায় বহু ক্ষয়ক্ষতি নানা এলাকায়। ভারী যন্ত্র এসে পড়েছে গাড়ির উপর। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গাড়ি। ঝড়ের সঙ্গে হয়েছে শিলাবৃষ্টিও।
দিল্লির রাস্তায় দাঁড়িয়ে থাকে বহু গাড়ি। সোমবারের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গাড়ি। লোহার বিম এসে পড়েছে গাড়িতে। দেখা গিয়েছে এমন ঘটনাও।
রাস্তার ছবি বেশ ভয়াবহ। গাছ পড়ে ক্ষতি হয়েছে একাধিক গাড়ি। দিল্লিজুড়ে বিভিন্ন এলাকায় গাড়ির উপর গাছ পড়েছে।
গাড়ির উপর গাছ পড়ে ক্ষতি হয়েছে বহু। রাস্তায় পাশে দাঁড়ানো গাড়িতে গাছ পড়ে উইন্ডস্ক্রিন ভেঙে তছনছ হয়ে গিয়েছে।
কিছুক্ষণের ঝড়ে তছনছ গোটা দিল্লি। ঝড়ের কারণে ধাক্কা লেগেছে ট্রাফিক ব্যবস্থাতেও। বিকেলের পরে বিপুল যানজট তৈরি হয় দিল্লিতে। দীর্ঘ গাড়ির লাইন দেখা যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -