Durga Puja: দুর্গা-অষ্টমীতে উপচে পড়ল ভিড়, ভারতের নানা কোণায়
কলকাতার বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম মল্লিক বাড়ির পুজো। অভিনেতা রঞ্জিত মল্লিক, অভিনেত্রী কোয়েল মল্লিকের পরিবারের পুজো এটি। অষ্টমীর পুজোয় সপরিবার যোগদান কোয়েল মল্লিকের। ছবি: পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বইয়ের দুর্গাপুজোর মধ্যে অন্যতম মুখার্জি বাড়ির পুজো। সেই পুজো ঘিরে প্রতিবছর তারকা সমাগম হয়। প্রবাসী বাঙালিরাও পুজো দেখতে আসেন। পুজোর একফাঁকে কাজল, তনুজা, রানি মুখোপাধ্যায় এবং তানিশা মুখোপাধ্যায়। ছবি: পিটিআই
মুম্বইয়েরই ওই পুজোয় অভিনেতা রণবীর কাপুর, পরিচালক অয়ন মুখার্জি এবং অভিনেত্রী মৌনি রায়। ছবি: পিটিআই
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি পুজো মণ্ডপে দেবীর ছবি ক্যামেরাবন্দি করার মুহূর্ত। ছবি: পিটিআই
বিহারে সাড়ম্বরে হচ্ছে দুর্গাপুজো। অষ্টমীতে পাটনার একটি পুজো মণ্ডপে বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। ছবি: পিটিআই
ত্রিপুরার আগরতলায় একটি পুজো মণ্ডপে উপচে পড়ছে ভিড়। মোবাইলে ছবি তুলতে ব্যস্ত দর্শনার্থীরা। ছবি: পিটিআই
গুজরাতের আহমেদাবাদে পালিত হচ্ছে দুর্গাপুজো। মাটির প্রদীপ দিয়ে সাজানো হয়েছে ত্রিশূলের আকৃতি। ছবি: পিটিআই
উত্তরপ্রদেশের কানপুরে ধুনুচি প্রদর্শনী। দুর্গা মণ্ডপে ধুনুচি নাচে মগ্ন ভক্তরা। ছবি: পিটিআই
দুর্গাপুজোয় যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সপ্তমীতে দিল্লির পান্ডারা পার্ক পুজো মণ্ডপে প্রার্থনা করেন বিদেশমন্ত্রী। ছবি: পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -