Prachand: ভারতীয় বায়ুসেনায় যুক্ত হয়েছে লাইট কমব্যাট হেলিকপ্টার 'প্রচণ্ড', দেখে নিন এই হেলিকপ্টারের বিভিন্ন ফিচার
ভারতীয় বায়ুসেনাবাহিনীতে যুক্ত হয়েছে দেশীয় পদ্ধতিতে তৈরি প্রথম লাইট কমব্যাট হেলিকপ্টার 'প্রচণ্ড'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই লাইট কমব্যাট হেলিকপ্টার নির্মাণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীনে থাকা সংস্থা Hindustan Aeronautics Ltd।
রাজস্থানের যোধপুর এয়ার বেসে ভারতীয় বায়ুসেনাবাহিনীতে যুক্ত হয়েছে এই বিশেষ হেলিকপ্টার।
৩ অক্টোবর এই লাইট কমব্যাট হেলিকপ্টার 'প্রচণ্ড' যুক্ত হয়েছে ভারতীয় বায়ুসেনায়। অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ-সহ আরও অনেকেই। এই লাইট কমব্যাট হেলিকপ্টারে সফর করেছেন রাজনাথ সিংহ।
৫০০০ কিলোমিটার উচ্চতায় এই লাইট কমব্যাট হেলিকপ্টার টেক অফ এবং ল্যান্ড করতে পারে বলে জানিয়েছে নির্মাতারা।
টুইন ইঞ্জিন সম্পন্ন ৫.৮ টন ক্লাসের এই লাইট কমব্যাট হেলিকপ্টারের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৬৮ কিলোমিটার এবং রেঞ্জ ৫৫০ কিলোমিটার।
দু'টি French-origin Shakti ইঞ্জিন যা তৈরি করেছে HAL, সেগুলি রয়েছে এই লাইট কমব্যাট হেলিকপ্টার বা LCH- এর মধ্যে।
এই লাইট কমব্যাট হেলিকপ্টারে রয়েছে ক্র্যাশ প্রুফ স্ট্রাকচার। তার সঙ্গে রয়েছে ল্যান্ডিং গিয়ার। পাইলট এবং কোপাইলটের জায়গা রয়েছে এই হেলিকপ্টারে।
এছাড়াও দেশীয় পদ্ধতিতে তৈরি এই হেলিকপ্টারের pressurised cabin পাইলটদের nuclear, biological and chemical (NBC) জাতীয় আতঙ্ক থেকে সুরক্ষা প্রদন করে।
গত ২৯ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয়েছিল এই লাইট কমব্যাট হেলিকপ্টার। এবার যোধপুরের এয়ার বেসে ভারতীয় বায়ুসেনাবাহিনীতে যুক্ত হয়েছে এই LCH বা লাইট কমব্যাট হেলিকপ্টার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -