Probashe Durga Puja: কানাডার মাটিতে মাত্র ২ দিনের পুজো, কিন্তু খামতি নেই শ্রদ্ধায়-উদযাপনে
বিদেশ বিভুঁইয়ে বাস। দেশের মতো দুর্গাপুজোয় ছুটি নেই। কিন্তু যেখানে এত বাঙালি থাকবে সেখানে দুর্গাপুজো হবে না। এমন তো হয় না। তাই বিদেশে থেকেও দুর্গাপুজোর স্বাদ পেতে সেখানেই আয়োজন দুর্গাপুজোর। কানাডার ডারহামে আগমনী কালচারাল অ্যাসোসিয়েশনের হাত ধরে ২৪ ও ২৫ সেপ্টেম্বরেই দুর্গা আরাধনা হয়েছে। সেখানেই একটি হলঘরে আয়োজন হয়েছিল পুজোর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুজোর যাবতীয় কাজের দায়িত্বে ছিলেন সংগঠনের সদস্যরাই। পুজোর জায়গা সাজানো, তার পরিকল্পনা এবং হাতে হাতে কাজ করে সেটা সফল করা, হয়েছে সবই।
ভোগ, খাওয়াদাওয়া ছাড়া পুজো ভাবাই যায় না। কানাডার ডারহামেও তার অন্যথা হয়নি। খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, পায়েস এবং চাটনি দিয়ে ছিল জমাটি ব্যবস্থা।
হলঘরে তখন চলছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। তুমুল ব্যস্ততা সেই সময়।
হাতে হাতে পুজোর পদ্মফুল তৈরি করা হচ্ছে। পুজোর যাবতীয় উপকরণ তৈরি করতে ব্যস্ত সকলেই।
ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। তার জন্য রীতিমতো মহড়া চলেছে, পুজোর সময়ে তা মঞ্চস্থও হয়েছে অত্যন্ত নিপুণ ভাবে। বিখ্যাত শিল্পী সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের দল নৃত্য পরিবেশন করেছে।
রকমারি প্রদীপের আয়োজন করা হয়েছে। তাতে তেল ঢেলে জ্বালানোর কাজ চলছে।
শুরু হয়েছে পুজো। নিয়ম মেনে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে আরাধনা হচ্ছে দেবী দুর্গার।
২ দিনের পুজো হতে পারে। কিন্তু নিয়মে এবং উদযাপনে কোনও ত্রুটি নেই। ২৫ সেপ্টেম্বর পুজো শেষে হয়েছে সিঁদুর খেলাও। সব ছবির সূত্র: ডারহামের দুর্গাপুজোর অন্যতম উদ্যোক্তা সুপ্রিয় চট্টোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -