Bihar Hospital : খাতায় কলমে স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু যেন পোড়ো বাড়ি, মাসে একবার আসেন বেতনভুক স্বাস্থ্যকর্মীরা
না কোনও পোড়ো বাড়ির ছবি নয়। এটা আসলে খাতায়-কলমে 'চালু' একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু গোটা এলাকা কার্যত 'ভাগাড়'। স্বাস্থ্যকেন্দ্রের এলাকার মধ্যেই স্তূপাকৃতি ময়লা। ঘুরে বেড়াচ্ছে শূকর।
স্বাস্থ্যকেন্দ্রের ভিতরের ছবিটা যেন আরও করুণ। ভাঙা দেয়াল, বেড। যাতে কেউ না আসার ফলে ময়লার পুরু আস্তরণ জমেছে।
ছবিগুলো বিহারের মধুবনীর সাকরির এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের।
স্থানীয়রা জানিয়েছেন এই স্বাস্থ্যকেন্দ্রে বেতনভুক স্বাস্থ্যকর্মীরা কাজ করেন। চিকিৎসক, নার্স, সাফাইকর্মীরা মাসে একবার হাজিরাও দেন।
ভারতজুড়ে করোনা যুদ্ধের মাঝে যখন স্বাস্থ্যকর্মীদের লড়াইকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ। ঠিক সেই সময় বিহারের এমন ছবি দেখে কার্যত আঁতকে উঠেছেন সকলে।
২৬ জানুয়ারি ও ১৫ অগাস্ট এই স্বাস্থ্যকেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলনও হয়, জানিয়েছেন স্থানীয়রা। এই খবর সামনে আসার পর প্রশাসন কী ভূমিকা নেয় আপাতত সেটাই দেখার। (তথ্য ও ছবি- ANI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -