Kargil Vijay Diwas 2021: ফুল, মালা,তেরঙ্গায় পালন 'কার্গিল বিজয় দিবস', শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি-রাজনাথ-সেনাপ্রধানদের
রাজধানীর পাশাপাশি, কাশ্মীরের দ্রাসেও পালিত হচ্ছে কার্গিল বিজয় দিবস
1/9
Kargil Vijay Diwas 2021: দেশজুড়ে আজ পালিত হল ২২ তম কার্গিল দিবস। এদিন জম্মু কাশ্মীরে ভারত-পাক যুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দেশের সেনাপ্রধানরাও।
2/9
কার্গিল যুদ্ধে নিহত ভারতীয় সেনাদের প্রতি ট্যুইটের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য নেতারা।
3/9
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সহ সেনার তিনটি বাহিনীর প্রধানরা।
4/9
সেনা প্রধান এম এম নারাভানে, বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া, নৌ সেনা প্রধান ভাইস অ্যাডমিরাল জি অশোক কুমার কার্গিল বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা জানান।
5/9
কার্গিলে এবং রাজধানী নয়াদিল্লিতে ২৬ জুলাই বিশেষ অনুষ্ঠান করে পালন করা হয় কার্গিল বিজয় দিবস।
6/9
দিল্লিতে ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর।
7/9
রবিবারই, কার্গিল বিজয় দিবসের বর্ষপূর্তির প্রাক্কালে ভারতীয় সেনার তরফে ট্যুইটে যুদ্ধের একটি ঘটনা তুলে ধরা হয়।
8/9
১৯৯৯ সালে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে তৎকালীন কাশ্মীরের কার্গিল জেলায় ঢুকে পড়ে পাক সেনা। ২ মাস ধরেছিল চলেছিল ভারত-পাক যুদ্ধ। সীমান্তে লড়াই করেছিলেন ৭ লক্ষ ৩০ হাজার সেনা।
9/9
কার্গিলের যুদ্ধে ভারতের ৫০০ জওয়ান শহিদ হন। এই যুদ্ধে ৬৯টি ফ্রন্টলাইন বায়ুসেনা বিমান ব্যবহার করা হয়েছিল।
Published at : 26 Jul 2021 02:44 PM (IST)