Kargil Vijay Diwas 2021: ফুল, মালা,তেরঙ্গায় পালন 'কার্গিল বিজয় দিবস', শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি-রাজনাথ-সেনাপ্রধানদের
Kargil Vijay Diwas 2021: দেশজুড়ে আজ পালিত হল ২২ তম কার্গিল দিবস। এদিন জম্মু কাশ্মীরে ভারত-পাক যুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দেশের সেনাপ্রধানরাও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকার্গিল যুদ্ধে নিহত ভারতীয় সেনাদের প্রতি ট্যুইটের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য নেতারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সহ সেনার তিনটি বাহিনীর প্রধানরা।
সেনা প্রধান এম এম নারাভানে, বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া, নৌ সেনা প্রধান ভাইস অ্যাডমিরাল জি অশোক কুমার কার্গিল বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা জানান।
কার্গিলে এবং রাজধানী নয়াদিল্লিতে ২৬ জুলাই বিশেষ অনুষ্ঠান করে পালন করা হয় কার্গিল বিজয় দিবস।
দিল্লিতে ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর।
রবিবারই, কার্গিল বিজয় দিবসের বর্ষপূর্তির প্রাক্কালে ভারতীয় সেনার তরফে ট্যুইটে যুদ্ধের একটি ঘটনা তুলে ধরা হয়।
১৯৯৯ সালে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে তৎকালীন কাশ্মীরের কার্গিল জেলায় ঢুকে পড়ে পাক সেনা। ২ মাস ধরেছিল চলেছিল ভারত-পাক যুদ্ধ। সীমান্তে লড়াই করেছিলেন ৭ লক্ষ ৩০ হাজার সেনা।
কার্গিলের যুদ্ধে ভারতের ৫০০ জওয়ান শহিদ হন। এই যুদ্ধে ৬৯টি ফ্রন্টলাইন বায়ুসেনা বিমান ব্যবহার করা হয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -