IAF Day 2022: বায়ুসেনা দিবসের প্রস্তুতি, চোখ ধাঁধানো মহড়ায় যুদ্ধবিমান-কপ্টার
রাত পোহালেই ভারতীয় বায়ুসেনা দিবস। তার জন্য আগে থেকেই তুঙ্গে প্রস্তুতি। চলেছে মহড়া। সেই মহড়ার নানা মুহূর্তের ছবি ভারতীয় বায়ুসেনার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবায়ুসেনা দিবসের জন্য ফ্লাইপাস্ট (Flypast) অনুশীলন করা হয়েছে। অংশ নিয়েছে বায়ুসেনার একাধিক যুদ্ধবিমান, কপ্টার।
৮ অক্টোবর সকাল থেকেই শুরু হবে ভারতীয় বায়ুসেনা দিবসের যাবতীয় উদযাপন।
এই প্রথম দিল্লির হিন্দোন এয়ারবেসের বাইরে কোথাও বায়ুসেনা দিবন উদযাপন হবে। চন্ডীগড়ের সুকনা লেকে অনুষ্ঠিত হবে এটি। সফল ফ্লাইপাস্ট আয়োজনের জন্য নিখুঁত পরিকল্পনা, লক্ষ্য, সমন্বয় প্রয়োজন। সেদিকেই আরও শানিয়ে নেওয়া হয়েছে বায়ুসেনার তরফে।
এবার এই অনুষ্ঠানের আকর্ষণ একাধিক। প্রথমত চেনা জায়গায় বাইরে হচ্ছে। তাছাড়া এই অনুষ্ঠানে বায়ুসেনার সম্ভারের একটি বড় অংশ দেখা যাবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি একাধিক উড়ানযান দেখা যাবে।
সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা হেলিকপ্টার প্রচণ্ড তৈরি করেছে ভারত। যা দেখা যাবে বায়ুসেনার প্রদর্শনীতে।
এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরীর উপস্থিতিতে হবে পুরো অনুষ্ঠান। চণ্ডীগড়ের সুকনা লেকে বিভিন্ন পুরনো বিমান ছাড়াও থাকছে Rafale, Su-30 ছাড়াও Mirage 2000-এর মতো যুদ্ধ বিমান। দেখা যাবে জাগুয়ার এবং বিভিন্ন সামরিক হেলিকপ্টার।
ভারতীয় বায়ুসেনা দিবসের প্রদর্শনী ঘিরে তুঙ্গে উঠেছে উৎসাহ। গোটা অনুষ্ঠান ভারতীয় বায়ুসেনার টুইটার হ্যান্ডেল @IAF_MCC -থেকে লাইভ দেখানো হবে বলে জানানো হয়েছে।
বায়ুসেনা দিবস ২০২২-এর প্রাক্কালে, চিফ অফ ডিফেন্স স্টাফ এবং তিন বাহিনীর প্রধানরা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। সব ছবি: ভারতীয় বায়ুসেনার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -