Mercedes EQS 580 EV: এই গাড়ি বদলে দিতে পারে ভারতের বিলাসবহুল গাড়ি বাজারের ভাবনা, কী আছে এই ইভিতে ?
ইভি কেনার আগেই চিন্তা বাড়ায় এই বিষয়গুলি। ইলেকট্রিক গাড়ির রেঞ্জ নিয়ে উদ্বেগে থাকেন ক্রেতারা। তবে মার্সেডিজের এই গাড়ি বদলে দিচ্ছে ক্রেতাদের চিন্তাধারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশে ইলেকট্রিক গাড়ির পরিকাঠামো তৈরির কথা ভেবেও ময়দানে নামেনি টেসলা। এবার সেই জায়গা দখলে নেমেছে মার্সেডিজ বেঞ্জ।
দেশের বাজারে EQS 580 এর কোনও প্রতিদ্বন্দ্বী নেই। এই মডেলের পেট্রল বা ডিজেল গাড়ি কেনার থেকে এটি যেকোনও সম্ভাব্য ক্রেতার জন্য লোভনীয় বিকল্প হতে পারে। আক্রমণাত্মক মূল্যের কারণে EQS 580 একটি চিত্তাকর্ষক EV হতে পারে।
দেশে অ্যাসেম্বল করার সুবিধার কারণে EQS 580-এর দাম ভারতে S-Class এর 1.55 কোটি টাকা কম রাখা হয়েছে।
ARAI -এর হিসেব বলছে, এক চার্জে 857km যেতে পারে এই গাড়ি। যা স্বাভাবিকভাবেই ক্রেতাদের চিন্তা দূর করবে। ভারতে ইতিমধ্যেই আমদানি করা EQS AMG রয়েছে। EQS 580 ইভি স্টাইলিং থিমের অনেককেই টেক্কা দিতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -