Cyclone Tauktae Update: তওতে উত্তাল মাঝ সমুদ্রে আটকে পড়াদের উদ্ধার সেনাবাহিনীর

In Pics: Indian Coast Guard and Navy's mid-sea rescue operations during cyclone

1/7
ঘৃর্ণিঝড় তওতের প্রভাবে এই মুহূর্তে উত্তাল আরব সাগর। আগে থেকে যারা সমুদ্রে ছিলেন, তাদের অনেকেই যার জেরে আটকে পড়েন, তাদের অবশ্য উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় সেনাবাহিনী।
2/7
ভারতীয় উপকূলরক্ষী সেনার দুটি চেতক হেলিকপ্টার দমনের কাছে উদ্ধারকাজ চালায়।
3/7
বার্জ গাল কনস্ট্রাকটর বেসামাল হয়ে পড়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে। যার পরই সেখানে দ্রুত পৌঁছে যায় চেতক কপ্টার।
4/7
উদ্ধারকাজে এগিয়ে যান নৌসেনার আইএনএস কলকাতাও।
5/7
ভারা প্রভাতে মাঝসমুদ্রে উল্টে যাওয়া ভেসেল থেকে দুটজনকে উদ্ধার করে তারা। তাও আবার রাতের অন্ধকারে উত্তাল সমুদ্র থেকে।
6/7
গোয়া, মহারাষ্ট্র, দমন, দিউতে ভয়াবহ প্রভাব ফেলার পর আপাতত গুজরাটের ভূখণ্ডে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় তওতে। আরব সাগরের তীরে বিস্তৃন এলাকায় প্রভাব ফেলেছে এই ঘূর্ণিঝড়।
7/7
গোয়ার অদূরে সমুদ্রে মাছ ধরতে যাওয়া এক নৌকা থেকে ১৫ জনকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সামারাথ। (ছবি ও তথ্য-ANI)
Sponsored Links by Taboola