Cyclone Tauktae Update: তওতে উত্তাল মাঝ সমুদ্রে আটকে পড়াদের উদ্ধার সেনাবাহিনীর
ঘৃর্ণিঝড় তওতের প্রভাবে এই মুহূর্তে উত্তাল আরব সাগর। আগে থেকে যারা সমুদ্রে ছিলেন, তাদের অনেকেই যার জেরে আটকে পড়েন, তাদের অবশ্য উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় সেনাবাহিনী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় উপকূলরক্ষী সেনার দুটি চেতক হেলিকপ্টার দমনের কাছে উদ্ধারকাজ চালায়।
বার্জ গাল কনস্ট্রাকটর বেসামাল হয়ে পড়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে। যার পরই সেখানে দ্রুত পৌঁছে যায় চেতক কপ্টার।
উদ্ধারকাজে এগিয়ে যান নৌসেনার আইএনএস কলকাতাও।
ভারা প্রভাতে মাঝসমুদ্রে উল্টে যাওয়া ভেসেল থেকে দুটজনকে উদ্ধার করে তারা। তাও আবার রাতের অন্ধকারে উত্তাল সমুদ্র থেকে।
গোয়া, মহারাষ্ট্র, দমন, দিউতে ভয়াবহ প্রভাব ফেলার পর আপাতত গুজরাটের ভূখণ্ডে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় তওতে। আরব সাগরের তীরে বিস্তৃন এলাকায় প্রভাব ফেলেছে এই ঘূর্ণিঝড়।
গোয়ার অদূরে সমুদ্রে মাছ ধরতে যাওয়া এক নৌকা থেকে ১৫ জনকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সামারাথ। (ছবি ও তথ্য-ANI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -