In Pics: বরফাবৃত আলাস্কার গ্রেজেলকা ফায়ারিং রেঞ্জে ভারত-মার্কিন সেনার যৌথ 'যুদ্ধ অভ্যাস'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Oct 2021 06:00 PM (IST)
1
উত্তর আমেরিকায় আলাস্কার গ্রেজেলকা ফায়ারিং রেঞ্জে যৌথ মহড়া চালাল ভারতীয় ও মার্কিন সেনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ইউএইচ৬০ ব্ল্যাকহক হেলিকপ্টারে চেপে চলে মহড়া।
3
যৌথ যে মহড়ার নাম দেওয়া হয়েছিল যুদ্ধ অভ্যাস।
4
হেলিকপ্টারে বরফাবৃত এলাকায় শত্রু কীভাবে লুকিয়ে থাকতে পারে, তাদের খুঁজে বের করার ড্রিল চলে।
5
তুষারাবৃত এলাকায় কীভাবে লড়াই করলে অ্যাডভান্টেজ মিলবে চলে সেই প্রস্তুতি।
6
বিভিন্ন ধরণের ফায়ার আর্মস নিয়ে ড্রিল চালান সেনারা।
7
কখনও মার্কিন সেনারা আবার কখনও ভারতীয় সেনারা অপর পক্ষকে খুঁটিনাটি বুঝিয়ে সাহায্য করেন।
8
গ্রেজেলকা ফায়ারিং রেঞ্জ বরাবর ব্যবহৃত হয় কঠোর ড্রিল অনুশীলনের জন্য।
9
বেশ কয়েক ঘণ্টা ধরে যে ড্রিল।
10
আবারও এই ধরণের ড্রিল হওয়ার সম্ভাবনা। (ছবি সৌজন্য- ANI)
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -