Maharashtra Unlock Plan: পাঁচ দফায় সম্পূর্ণ আনলক, কীভাবে ধাপে ধাপে লকডাউন প্রত্যাহার, জানাল মহারাষ্ট্র সরকার
শুক্রবার থেকে অর্ধেক মহারাষ্ট্রে কার্যত উঠে যাচ্ছে লকডাউন। ৩৬ জেলার মধ্যে ১৮টিতেই আর অল্প কিছু নিয়ম ছাড়া ছাড় দেওয়া হয়েছে সবকিছুতেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যে জেলাগুলোতে পজিটিভিটি রেট ৫ শতাংশের নীচে ও অক্সিজেন বেড অকুপেন্সি ২৫ শতাংশের নীচে সেই জেলাগুলিকে দেওয়া হচ্ছে ছাড়।
পাশাপাশি গোটা রাজ্যে কীভাবে লকডাউন প্রত্যাহার করা হবে তার জন্য ৫ দফার আনলক পরিকল্পনা প্রকাশ করেছে মহারাষ্ট্র সরকার।
মুম্বই সহ একাধিক জায়গা এই মুহূর্তে লেভেল ২ তে আছে, যার ফলে সেখানে লাইফলাইন ট্রেন সহ একাধিক পরিষেবা বন্ধই থাকছে।
থানে, নাসিক, নাগপুর, ঔরঙ্গাবাদের মতো জেলাগুলিতে কাল থেকেই ছাড়। রেস্তোরাঁ, জিম, বিউটি পার্লার, শপিং মল খুলে যাচ্ছে ওই ১৮ জেলায়।
পাঁচটি দফার মধ্যে সবথেকে বেশি পজিটিভিটি রেট যে অঞ্চলগুলি সেগুলি রেড জোন হিসেবেই চিহ্নিত হবে। জারি থাকবে কড়া লকডাউনের বিধিনিষেধ।
দিনকয়েক আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব থাকরে গোটা রাজ্যজুড়েই অল্প অল্প করে নিয়ম শিথিল করার কথা জানিয়েছিলেন।
সকাল ৭ টা থেকে বেলা ১১টার বদলে দোকানগুলিকে দুপুর ২ টো পর্যন্ত খুলে রাখার ছাড়পত্র দেওয়া হয়েছিল।
ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় জোর দেওয়ার পাশাপাশি এবার এলাকাভিত্তিক পরিস্থিতি বিচার করে লকডাউনের বিধিনিষেধের কড়াকড়া ঠিক হবে বলেই জানিয়েছে মহারাষ্ট্র সরকার।
প্রত্যেকটি জেলার কোভিড পরিস্থিতির সাপ্তাহিক বিবেচনা হবে, সেই অনুযায়ীই স্থির হবে পাঁচ দফার মধ্যে আনলকের কোন পর্যায়ের মধ্যে পড়বে নির্দিষ্ট জেলাটি। (ছবি সৌজন্য-PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -