Maharashtra Unlock Plan: পাঁচ দফায় সম্পূর্ণ আনলক, কীভাবে ধাপে ধাপে লকডাউন প্রত্যাহার, জানাল মহারাষ্ট্র সরকার
In Pics: Maharashtra Announces 5-Level Unlock Plan, know in Details
1/10
শুক্রবার থেকে অর্ধেক মহারাষ্ট্রে কার্যত উঠে যাচ্ছে লকডাউন। ৩৬ জেলার মধ্যে ১৮টিতেই আর অল্প কিছু নিয়ম ছাড়া ছাড় দেওয়া হয়েছে সবকিছুতেই।
2/10
মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যে জেলাগুলোতে পজিটিভিটি রেট ৫ শতাংশের নীচে ও অক্সিজেন বেড অকুপেন্সি ২৫ শতাংশের নীচে সেই জেলাগুলিকে দেওয়া হচ্ছে ছাড়।
3/10
পাশাপাশি গোটা রাজ্যে কীভাবে লকডাউন প্রত্যাহার করা হবে তার জন্য ৫ দফার আনলক পরিকল্পনা প্রকাশ করেছে মহারাষ্ট্র সরকার।
4/10
মুম্বই সহ একাধিক জায়গা এই মুহূর্তে লেভেল ২ তে আছে, যার ফলে সেখানে লাইফলাইন ট্রেন সহ একাধিক পরিষেবা বন্ধই থাকছে।
5/10
থানে, নাসিক, নাগপুর, ঔরঙ্গাবাদের মতো জেলাগুলিতে কাল থেকেই ছাড়। রেস্তোরাঁ, জিম, বিউটি পার্লার, শপিং মল খুলে যাচ্ছে ওই ১৮ জেলায়।
6/10
পাঁচটি দফার মধ্যে সবথেকে বেশি পজিটিভিটি রেট যে অঞ্চলগুলি সেগুলি রেড জোন হিসেবেই চিহ্নিত হবে। জারি থাকবে কড়া লকডাউনের বিধিনিষেধ।
7/10
দিনকয়েক আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব থাকরে গোটা রাজ্যজুড়েই অল্প অল্প করে নিয়ম শিথিল করার কথা জানিয়েছিলেন।
8/10
সকাল ৭ টা থেকে বেলা ১১টার বদলে দোকানগুলিকে দুপুর ২ টো পর্যন্ত খুলে রাখার ছাড়পত্র দেওয়া হয়েছিল।
9/10
ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় জোর দেওয়ার পাশাপাশি এবার এলাকাভিত্তিক পরিস্থিতি বিচার করে লকডাউনের বিধিনিষেধের কড়াকড়া ঠিক হবে বলেই জানিয়েছে মহারাষ্ট্র সরকার।
10/10
প্রত্যেকটি জেলার কোভিড পরিস্থিতির সাপ্তাহিক বিবেচনা হবে, সেই অনুযায়ীই স্থির হবে পাঁচ দফার মধ্যে আনলকের কোন পর্যায়ের মধ্যে পড়বে নির্দিষ্ট জেলাটি। (ছবি সৌজন্য-PTI)
Published at : 04 Jun 2021 12:21 AM (IST)