Delhi Lockdown: দিল্লিতে লকডাউন ঘোষণা হতেই পরিযায়ী শ্রমিকদের ঢল বাস টার্মিনাসে
দিল্লিতে লকডাউন ঘোষণা হতেই পরিযায়ী শ্রমিকদের ঢল বাস টার্মিনাসে
1/10
সোমবার রাতে থেকে দিল্লিতে সাতদিনের লকডাউন ঘোষণা হতেই, আগেরবারের সেই দুঃস্বপ্ন মনে পড়ে গেছে পরিযায়ী শ্রমিকদের। রাজধানীর আনন্দ বিহার বাস টার্মিনাসে উপচে পড়েছে বাড়ি ফেরার অপেক্ষায় হাজার হাজার পরিযায়ী শ্রমিকের ভিড়। ছবি সৌজন্য -- পিটিআই
2/10
ফের দলে দলে কর্মস্থল ছেড়ে বাড়িতে ফিরতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা। ট্রেনে-বাসে চাপাচাপি করে। ছবি সৌজন্য -- পিটিআই
3/10
বাসের সিট না পেয়ে অনেকে ছাদে উঠে পড়েন। কেউ হাতে বাচ্চাকে নিয়ে বাসে ওঠার লাইনে দাঁড়িয়েছেন। ছবি সৌজন্য -- পিটিআই
4/10
জাতীয় সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বাক্স-প্যাঁটরা। অনেকে আবার তাও না করতে পেরে হাঁটা লাগালেন। ছবি সৌজন্য -- পিটিআই
5/10
কেউ কাজ হারিয়ে পিঠে, হাতে ব্যাগ নিয়ে বাড়ি ফিরছেন। ফের ভবিষ্যত অন্ধকার। ছবি সৌজন্য -- পিটিআই
6/10
এক পরিযায়ী শ্রমিক বললেন, লকডাউনে কাজ চলে গেছে, এক সপ্তাহ লকডাউন হবে, তারপর কী হবে জানি না। জমির মালিক হোক বা সরকার, কেউ লকডাউনে সহায়তা করে না। তাই বাধ্য হচ্ছি, চলে যেতে। আবার লকডাউন হলে আর বাঁচব না। ছবি সৌজন্য -- পিটিআই
7/10
আরেকজন বললেন, লকডাউনে কাজ চলে গেছে, এক সপ্তাহ লকডাউন হবে, তারপর কী হবে জানি না। আমরা দিনমজুর। মুখ্যমন্ত্রীর অন্তত কিছু সময় দেওয়া উচিত ছিল ঘোষণা করার আগে। তারওপর, ভাড়াও বেড়ে গিয়েছে। আগে ২০০ টাকা লাগত। এখন ৩ থেকে ৪ হাজার টাকা লাগে। কীভাবে যাব? ছবি সৌজন্য -- পিটিআই
8/10
পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করে প্রিয়ঙ্কা গাঁধী ট্যুইটে লেখেন, করোনা পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সরকার লকডাউনের মতো কড়া পদক্ষেপ আবার করবে। কিন্তু পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব নেবে না। এটাই কি সরকারের পরিকল্পনা? সবার কথা ভেবেই নীতি নির্ধারণ করা উচিত। দরিদ্র, শ্রমিক, হকারদের প্রয়োজন আর্থিক সাহায্য। দয়া করে তাঁদের তা দেওয়া হোক। ছবি সৌজন্য -- পিটিআই
9/10
কেন্দ্রীয় সরকারকে বিঁধে রাহুল গাঁধী বলেছেন, ফের পরিযায়ীরা হাঁটতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের উচিত তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া। কিন্তু করোনা সংক্রমণের জন্য মানুষের উপর দায় চাপানো ছেড়ে সরকার কি সাহায্য করবে? ছবি সৌজন্য -- পিটিআই
10/10
সোমবার ৬ দিনের জন্য রাজধানীতে লকডাউন ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী সোমবার ভোর ৫টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। ছবি সৌজন্য -- পিটিআই
Published at : 20 Apr 2021 09:10 PM (IST)