Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Mulayam Singh Yadav: মুখ্যমন্ত্রিত্ব থেকে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব, সবেতেই সমান স্বচ্ছন্দ ছিলেন 'নেতাজি'
উত্তরপ্রদেশের তিন বারের মুখ্যমন্ত্রী। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা। রাম মনোহর লোহিয়ার ভাবধারায় দীক্ষিত লোহিয়াপন্থী নেতাদের অন্যতম ছিলেন মুলায়ম সিংহ যাদব। হিন্দিবলয়, মূলত উত্তরপ্রদেশের নেতা হয়েও যিনি সর্বভারতীয় ক্ষেত্রে বড়সড় প্রভাব ফেলেছেন দীর্ঘদিন। দীর্ঘ এবং বর্ণময় সেই জীবনেরই সমাপ্তি হল। ২০২২-এর ১০ অক্টোবর মারা গেলেন মুলায়ম সিংহ যাদব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুরোদস্তর রাজনীতিবিদ মুলায়ম সিংহ যাদব প্রথম জীবনে ছিলেন কুস্তিগীর। ১৯৩৯ সালের ২২ নভেম্বর জন্মেছিলেন মুলায়ম। রাষ্ট্রবিজ্ঞানের স্নাতোকোত্তর এবং বিএড ডিগ্রি ছিল মুলায়মের। তারপরেই রাজনীতিতে জড়িয়ে পড়া। ছবি: পিটিআই
প্রথমে এসএসপি, তারপরে চৌধুরী চরণ সিংহের বিকেডি হয়ে ৭৭-সালে জনতা দল। ১৯৮৯ সালে প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী। তখন থেকেই সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য একাধিক সামাজিক প্রকল্প চালু করেছিলেন তিনি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ভাল ফল করার জন্য পিছিয়ে পড়ার অংশের জন্য আলাদা কোচিংও চালু করেন তিনি। ওবিসি-সম্প্রদায় মুলায়মের বরাবরের গড় ছিল।
১৯৯২ সালে মুলায়াম সিংহের হাত ধরেই প্রতিষ্ঠিত হয় সমাজবাদী পার্টি। তারপরে ১৯৯৩ সালে মুখ্যমন্ত্রী। জোডট রাজনীতির নানা খানাখন্দ পেরিয়ে ৯৫ সালে তাঁর সরকার পড়ে যায়। এরপর ২০০২ সালে সপার সমর্থনে মায়াবতী মুখ্যমন্ত্রী। পরে তিনি পদত্যাগ করলে ফের মুখ্যমন্ত্রী হন মুলায়ম। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে বারবার অপরাধীদের রাজনীতির ছায়া দেওয়ার অভিযোগ উঠেছে মুলায়মের বিরুদ্ধে।
একসময়ের ছায়াসঙ্গী সমাজবাদী পার্টির সাংসদ অমর সিংয়ের সঙ্গে একান্ত আলাপচারিতায়। আগেই মারা গিয়েছেন অমর সিংহ।
২০১২ সালে ফের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে জয় পায় সমাজবাদী পার্টি। সেবারই ব্যাটন বদল করেন নেতাজি। ছেলে অখিলেশ যাদবকে বসান মুখ্যমন্ত্রির কুর্সিতে।
২০০১ সাল। কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের আমন্ত্রণে একটি ইফতার পার্টিতে তৎকালীন কংগ্রেস প্রেসিডেন্ট সনিয়া গাঁধী এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন প্রধান মুলায়ম সিংহ যাদব।
২০০৩ সাল। প্রয়াত সিপিএম সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়ের দিল্লির বাসভবনে কংগ্রেস প্রেসিডেন্ট সনিয়া গাঁধী, প্রয়াত সিপিএম নেতা ও বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিংহ।
কংগ্রেসের শীর্ষনেতৃত্বের সঙ্গে বরাবরের ঘনিষ্ঠতা ছিল 'নেতাজি' মুলায়মের। ২০০৫ সাল।
লোকসভাতেও দাপিয়ে রাজনীতি করেছেন মুলায়ম সিংহ যাদব। দেবেগৌড়া, আই কে গুজরালের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন মুলায়ম। সব ছবি: পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -