Mumbai Unlock: দু’মাস লকডাউনের পর আনলক পর্ব শুরু মুম্বইয়ে, ফিরল যানজট, ভিড়
দুই মাসের বিধিনিষেধের পর আনলক পর্ব শুরুর আগে মল, স্যাঁলোর মতো জায়গায় চলছে স্যানিটাইজেশনের কাজ। চলছে আগামী দিনের প্রস্তুতি। (ছবি-পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদীর্ঘ দুইমাস পর মুম্বইয়ে স্বাভাবিক জীবন ফিরছে বাণিজ্য নগরীতে। খুলেছে জিম, স্যাঁলো, রেস্তোঁরা। (ছবি-পিটিআই)
অন্যান্য শহরের মতো মুম্বইয়েও আনলক প্রক্রিয়া চলবে পাঁচটি পর্বে। প্রথম দিনেই মুলুন্দ টোল প্লাজায় যানজট। (ছবি পিটিআই)
বাসস্টপগুলিতে দেখা গেল ভিড়। বৃহন্মমুম্বই পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল থেকে সাধারণ যাত্রীদের জন্য বাস পরিষেবা ফের শুরু হবে। বাসের আসন সংখ্যার থেকে বেশি যাত্রী নেওয়া যাবে না। বাধ্যতামূলক মাস্ক পরা। (ছবি-পিটিআই)
মুম্বইয়ে বেস্ট বাস পরিষেবা সাধারণ যাত্রীদের জন্য মার্চ-এপ্রিল স্থগিত হয়ে যায়। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর রাজ্য সরকার তখন থেকেই বিধিনিষেধের ক্ষেত্রে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছিল। (ছবি-পিটিআই)
লকডাউনে রেস্তোরাঁগুলিতে ডেলিভারি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছিল। এখন থেকে রেস্তোঁরাগুলিতে যেতে পারবেন ক্রেতারা। (ছবি-পিটিআই)
শুক্রবার মহারাষ্ট্র সরকার ঘোষণা করছিল যে, আগামী সোমবার থেকে রাজ্যে কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করা হবে। (ছবি-পিটিআই)
বিএমসি শুক্রবার রেস্তোরাঁ ও হোটেলগুলির কর্মীদের টিকা প্রদানের পরিকল্পনা নিয়ে কাজ করছে। (ছবি-পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -