Opposition on Pegasus: পেগাসাসকাণ্ডে উত্তাল সংসদ, অধ্যক্ষের দিকে কাগজ ছুড়ল কংগ্রেস, সাসপেন্ড হতে পারেন ৯ সাংসদ
বিরোধীদের প্রতিবাদে আজও উত্তাল হল লোকসভা ও রাজ্যসভা। পেগাসাসকাণ্ডের প্রতিবাদ ও কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সরব হয় কংগ্রেস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলোকসভার অধিবেশন চলাকালীন ফের ওঠে 'খেলা হবে' স্লোগান। রাজ্যসভাতেও ধরা পড়ে একই ছবি। স্মৃতি ইরানি যখন বক্তব্য রাখছিলেন সেই সময় ওঠে 'খেলা হবে' স্লোগান।
লোকসভার অধ্যক্ষ ও ট্রেজারি বেঞ্চের দিকে কাগজ ছোড়েন, প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলেন কংগ্রেস সাংসদরা। বিজেপি এই আচরণের তীব্র বিরোধিতা করেছে। সূত্রের খবর, এর জন্য বিরোধী দলের ৯ কংগ্রেস সাংসদ সাসপেন্ড হতে পারেন।
পেগাসাস ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে এদিন চাপ বাড়ান রাহুল গাঁধী। এই প্রেক্ষাপটে পরবর্তী রণকৌশল ঠিক করতে বুধবার বৈঠকে বসে বিরোধী দলগুলি। সংসদে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের অফিসে হয় সেই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গাঁধীও।
কংগ্রেস ছাড়াও, ডিএমকে, এনসিপি, শিবসেনা, আরজেডি, সমাজবাদী পার্টি, সিপিএম, ন্যাশনাল কনফারেন্স, আম আদমি পার্টি, আরএসপি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ - সহ ১৪টি রাজনৈতিক দল এই বৈঠকে উপস্থিত ছিল। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শিবসেনার তরফে সঞ্জয় রাউত, আম আদমি পার্টির ভগবন্ত মান, সমাজবাদী পার্টির রামগোপাল যাদবরা।
বৈঠকের পরে পেগাসাস ইস্যু নিয়ে মোদি সরকারকে নিশানা করেন বিরোধী নেতা-নেত্রীরা। রাহুল গাঁধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ফোনে একটি অস্ত্র ঢুকিয়েছেন। দেশের বিরোধী নেতা, সাংবাদিক, সমাজকর্মীদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে ওই অস্ত্র।
কংগ্রেস সাংসদ জানতে চান, মোদি সরকার কি পেগাসাস কিনেছিল? স্পাইওয়্যারের মাধ্যমে চলেছিল নজরদারি? এই ইস্যুতে সংসদে কেন আলোচনা হবে না? কেন্দ্রকে প্রশ্নবাণ রাহুলের। তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকে অনুপস্থিত ছিল তৃণমূল।
পেগাসাস-ইস্যুতে লোকসভা ও রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়ে নোটিস দেয় তৃণমূল। লোকসভায় একই ইস্যুতে নোটিস দেয় কংগ্রেসও।
‘কংগ্রেস ও তৃণমূলের সাংসদরা অধিবেশন চালাতে দিচ্ছেন না বলে পাল্টা তোপ বিজেপির। অনুরাগ ঠাকুর বলেন, ‘তাঁরা প্রতিবাদ জানাতে পারেন কিন্তু তারও একটা সীমা আছে। কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্ন, ’বিরোধীরা আলোচনায় যেতে চাইছেন না কেন?’
বিরোধীদের একজোট হওয়াকে কটাক্ষ করেছে বিজেপি। দলের মুখপাত্র সম্বিত পাত্র বলেন, রাহুল বলছেন, বিরোধীরা একজোট, কিন্তু ২ বছর আগে কর্ণাটকেও এই ছবি দেখা গিয়েছিল, এরপর কী হয়েছিল? ইউপি-তেও ২ যুবা একসঙ্গে লড়তে নেমেছিলেন কী হল? বিপক্ষের নেতা কেবলমাত্র নিজের ও নিজের পরিবারের কথা ছাড়া আর কিছু ভাবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -