Partition Horrors Remembrance: ছিন্নমূলের যন্ত্রণা, স্বাধীনতার ৭৫ বছর পূর্তির প্রাক্কালে দেখুন ছবি
রাত পোহালেই স্বাধীনতা দিবস। এ বার ঔপনেবেশিক শাসনের শৃঙ্খল থেকে মুক্তির ৭৫ বছর পালন করছে ভারত। কিন্তু তার ঠিক আগের দিনই পালিত হয় Partition Horrors Remembrance Day। দেশভাগ যে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়েছিল তাঁদের স্মরণ করেই এই দিন। বিশেষ এই দিন উপলক্ষ্যে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appট্যুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। লেখেন, '১৯৪৭ সালের দেশভাগ ভারতের স্বাধীনতার ইতিহাসের এমন এক অমানবিক অধ্যায় যা কেউ কোনও দিন ভুলতে পারবেন না।...আজকের দিনে তাঁদের সকলকে কুর্নিশ যাঁদের দেশভাগের যন্ত্রণা ভুগতে হয়েছিল।'
ট্যুইট করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সোশ্যাল মিডিয়ায় বার্তা আসে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মারও।
গত ৮ আগস্ট সংসদ ভবনে 'দেশভাগের ভয়াবহতা' শীর্ষক একটি প্রদর্শনীর উদ্বোধন হয়েছিল। সেখানে আসেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। দেখা যায় কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিষেণ রেড্ডিকে।
ইতিহাস বলছে, ১৯৪৭ সালের ১৫ আগস্টের আগে ও পরে বেশ কয়েক মাস দেশভাগের জেরে নৃশংস রক্তক্ষয় হয়েছিল।
গোষ্ঠী সংঘর্ষ, সম্পত্তির ব্যাপক ক্ষতি-সহ বীভৎস কিছু মুহূর্তের সাক্ষী ছিল ভারত ও 'সদ্যোজাত' পাকিস্তান, দুদেশই।
সরকারি ভাবে ওই সময়ে অন্তত ৫ লক্ষের মৃত্যু হয়। স্বাধীনতার ৭৫ বছর পূর্তির আগের দিন সন্ধেয় সেই ভয়াবহতা স্মরণ করে লখনৌয়ে এক মৌনমিছিল করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
দেশভাগের জন্যই ভিটেমাটি ছেড়ে ৭৫ বছর আগে ভারতে চলে আসতে হয়েছিল রিনা ছিব্বর ভার্মাকে। গত জুলাইয়ে রাওয়ালপিন্ডিতে পিতৃপুরুষের সেই ভিটেয় গিয়েছিলেন বৃদ্ধা। কিন্তু যাঁরা যেতে পারলেন না, পারবেন না কোনও দিনও? তাঁদের স্মরণেই আজকের দিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -