Indpendence Day 2022: রেডারে মুড়ে ফেলা হল লালকেল্লা, বন্ধ দোকানপাট, নিষিদ্ধ ঘুড়ি ওড়ানো, স্বাধীনতা দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা
রাত পোহালেই স্বাধীনতা দিবস। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে রাজধানী দিল্লির বুকে। নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবিবার সকাল থেকে লালকেল্লা, রাজপথ এবং সংলগ্ন এলাকায় বিশাল পুলিশবাহিনীর উপস্থিতি চোখে পড়ে। লালকেল্লার আশেপাশের সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তায় কোথায় যেন কোনও ফাঁক না থাকে, তা নিশ্চিত করতে দেখা যায় পুলিশকে।
স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা চত্বরে কমপক্ষে ৪০০ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। লাগাতার টহল দিচ্ছে পুলিশ।
স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে রবিবারই লালকেল্লার শোভা বর্ধন করতে দেখা যায় তেরঙ্গাকে। আগামী কাল সবকিছু যাতে ঠিকঠাক থাকে, তার জন্য প্রচুর লোকজন কাজ করছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেডার প্রযুক্তিতে মুড়ে ফেলা হচ্ছে লালকেল্লা, যাতে কোনও ড্রোনও প্রবেশ করতে না পারে। আকাশে সন্দেহজনক কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে যাতে তার মোকাবিলা করা যায়, তার প্রশিক্ষণ চলছে।
স্বাধীনতা দিবসে লালকেল্লা সংলগ্ন এলাকায় ঘুড়ি ওড়ানোও নিষিদ্ধ করা হয়েছে। অন্তত যতক্ষণ পর্যন্ত অনুষ্ঠান চলবে, ততক্ষণ ৫ কিলোমিটার এলাকার মধ্যে ঘুড়ি ওড়ানো যাবে না। এলাকায় সমাজবিরোধী কাজকর্মের উপরও নজর রাখা হচ্ছে।
সোমবার সকালে লালকেল্লায় ২৫০ জন বিশিষ্টজনের দেখা মিলবে। অনুষ্ঠানে ৮ থেকে ১০ হাজার মানুষ শামিল হবেন বলে অনুমান করা হচ্ছে। তাই লালকেল্লা চত্বর ছাড়াও আশেপাশের এলাকায় ১০০০ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
স্বাধীনতা দিবসের আগে দিল্লির পুলিশের স্পেশ্যাল সেল ১ হাজার সন্দেহভাজন ব্যক্তিকে ছবিতে চিহ্নিত করেছে বলে জানানো হয়েছে। এ ছাড়া ‘দেশবিরোধী’ এবং সন্ত্রাসী গতিবিধির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এর পাশাপাশি চলছে কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া। ভিড় সামলানোর জন্য মোতায়েন কার হচ্ছে বাড়তি পুলিশ, যাতে অনুষ্ঠান চলাকালীন কোনওরকম বিশৃঙ্খলা তৈরি না হয়।
আগামী কাল লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে জাতীর উদ্দেশে ভাষণও দেবেন তিনি।
image 9
- - - - - - - - - Advertisement - - - - - - - - -