Ramadan 2021: করোনাকালেই বিশ্ব জুড়ে পালিত হল রমজান

করোনাকালেই বিশ্ব জুড়ে পালিত হল রমজান

1/8
কোভিড আবহেই পালিত হল রমজানের প্রার্থনা ও ইফতার। কেবল ভারতে নয়, সৌদি আবর সহ গোটা পৃথিবীর বিভিন্ন দিকে পালন হল এই দিনটি।
2/8
ইন্দোনেশিয়াতে মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ বসবাস করেন। সেখানে মহা সমারোহে পালিত হল আজকের দিনটি।
3/8
মালেশিয়ার একটি মসজিদে প্রার্থনায় রত মানুষেরা। তবে প্রায় কারও মুখেই দেখা গেল না মাস্ক।
4/8
মক্কায় আজকের বিশেষ প্রার্থনা করতে জড়ো হয়েছেন অনেক মানুষ। কাবার মসজিদের ছবি এটি।
5/8
একদিকে যেমন করোনা ভ্যাকসিন দেওয়ার প্রকল্প চলছে গোটা পৃথিবী জুড়ে, তেমনই চলছে ধর্মীয় জমায়েতও।
6/8
সৌদি আরবের একটি মসজিদে আজকের প্রার্থনায় জমায়েত মানুষের।
7/8
উপোস ভাঙার পর মসজিদের একটি অংশেই ইফতার করছেন মানুষরা।
8/8
করোনার মধ্যেই ধরা পড়ল নিয়মভঙ্গের ছবি। বাজারে কেনাকাটির জন্য ধরা পড়ল মানুষের ভিড়ের ছবি
Sponsored Links by Taboola