Mumbai Covid Relaxation: শিথিল হয়েছে কড়াকড়ি, কীরকম ছন্দে ফিরল বাণিজ্যনগরী
এখনও কোভিডের কবল থেকে মুক্তি মেলেনি। তবে তার মাঝেই করোনার গ্রাফ নিম্নমুখী হওয়ায় মহারাষ্ট্রে আজ থেকে দেওয়া হয়েছে বেশ কিছু ছাড়। সেই ছাড়েই দোকান খুলে অপেক্ষা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকয়েকটি শহরে দোকান খোলার সময় বাড়ানো হয়েছে। সকাল ৭ টা থেকে বেলা ১১টার বদলে দুপুর ২ টো পর্যন্ত দোকান খোলা রাখার ছাড় দেওয়া হয়েছে।
সঙ্গে জোরকদমে চলছে ভ্যাকসিনেশনের কাজ। এক বন্ধ প্রেক্ষাগৃহে ষাটোর্ধ্বদের টিকাকরণের কাজ চলছে।
সামনেই বর্ষার মরশুম। তাই মুখে মাস্ক চাপিয়েই রেনকোট কিনতে দোকানে হাজির খুদে। শীঘ্রই ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের টিকাকরণে বাড়তি জোর দেওয়ার কথা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
করোনার ধাক্কা প্রবলভাবে আছড়ে পড়ার পরই কড়া কার্ফু জারি হয়েছিল মহারাষ্ট্রে। লকডাউনের রাস্তায় হাঁটা দুর্ভাগ্যজনক পদক্ষেপ, কিন্তু কোনও অন্য উপায় ছিল বলেই জানিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
আপাতত কোভিডের গ্রাফ কমায় মুম্বই, পুণে, নাগপুরের মতো দশটি শহরে কিছুটা শিথিল করা হয়েছে লকডাউনের কড়াকড়ি।
মহারাষ্ট্রের গ্রামাঞ্চল ও অনেক শহরে এখনও কিন্তু করোনাচিত্র ভয়ঙ্কর। তাই স্থানীয় প্রশাসনকে সতর্ক ভূমিকা পালনের নির্দেশ দিয়েছে সেখানকার সরকার।
তবে বিষিনিষেধ কিছুটা আলগা হতেই বাণিজ্যনগরীতে দেখা গিয়েছে গাড়ির সারি। কুখ্যাত মুম্বইয়ের জ্যামও ফিরে এসেছে কিছু জায়গায়।
রাতের দিকে যদিও আগের মতোই কড়া বিধিনিষেধ জারি থাকবে বলেই জানিয়ে রেখেছে মহারাষ্ট্র সরকার।
বিষিনিষেধ কিছুটা হালকা হওয়ার পর ব্যবসায়ীরা এবার লোকসানের ধাক্কা কাটিয়ে ওঠার প্রত্যাশায়। (ছবি সৌজন্য- PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -