Mumbai Covid Relaxation: শিথিল হয়েছে কড়াকড়ি, কীরকম ছন্দে ফিরল বাণিজ্যনগরী

In Pics: Relaxations in Covid Restrictions in Mumbai amid Coronavirus surge

1/10
এখনও কোভিডের কবল থেকে মুক্তি মেলেনি। তবে তার মাঝেই করোনার গ্রাফ নিম্নমুখী হওয়ায় মহারাষ্ট্রে আজ থেকে দেওয়া হয়েছে বেশ কিছু ছাড়। সেই ছাড়েই দোকান খুলে অপেক্ষা।
2/10
কয়েকটি শহরে দোকান খোলার সময় বাড়ানো হয়েছে। সকাল ৭ টা থেকে বেলা ১১টার বদলে দুপুর ২ টো পর্যন্ত দোকান খোলা রাখার ছাড় দেওয়া হয়েছে।
3/10
সঙ্গে জোরকদমে চলছে ভ্যাকসিনেশনের কাজ। এক বন্ধ প্রেক্ষাগৃহে ষাটোর্ধ্বদের টিকাকরণের কাজ চলছে।
4/10
সামনেই বর্ষার মরশুম। তাই মুখে মাস্ক চাপিয়েই রেনকোট কিনতে দোকানে হাজির খুদে। শীঘ্রই ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের টিকাকরণে বাড়তি জোর দেওয়ার কথা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
5/10
করোনার ধাক্কা প্রবলভাবে আছড়ে পড়ার পরই কড়া কার্ফু জারি হয়েছিল মহারাষ্ট্রে। লকডাউনের রাস্তায় হাঁটা দুর্ভাগ্যজনক পদক্ষেপ, কিন্তু কোনও অন্য উপায় ছিল বলেই জানিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
6/10
আপাতত কোভিডের গ্রাফ কমায় মুম্বই, পুণে, নাগপুরের মতো দশটি শহরে কিছুটা শিথিল করা হয়েছে লকডাউনের কড়াকড়ি।
7/10
মহারাষ্ট্রের গ্রামাঞ্চল ও অনেক শহরে এখনও কিন্তু করোনাচিত্র ভয়ঙ্কর। তাই স্থানীয় প্রশাসনকে সতর্ক ভূমিকা পালনের নির্দেশ দিয়েছে সেখানকার সরকার।
8/10
তবে বিষিনিষেধ কিছুটা আলগা হতেই বাণিজ্যনগরীতে দেখা গিয়েছে গাড়ির সারি। কুখ্যাত মুম্বইয়ের জ্যামও ফিরে এসেছে কিছু জায়গায়।
9/10
রাতের দিকে যদিও আগের মতোই কড়া বিধিনিষেধ জারি থাকবে বলেই জানিয়ে রেখেছে মহারাষ্ট্র সরকার।
10/10
বিষিনিষেধ কিছুটা হালকা হওয়ার পর ব্যবসায়ীরা এবার লোকসানের ধাক্কা কাটিয়ে ওঠার প্রত্যাশায়। (ছবি সৌজন্য- PTI)
Sponsored Links by Taboola