Gandhi Jayanti 2022: গোড়া থেকেই অভিভাবকের ভূমিকায়, আজও সমান প্রাসঙ্গিক, মহাত্মার কথা কি মনে রেখেছি আমরা!

Mahatma Gandhi: সময় বদলে গিয়েছে ঢের। কিন্তু আজও সমান প্রাসঙ্গিক তিনি।

—ফাইল চিত্র।

1/10
গোলা-বারুদের মুখে দাঁড়িয়ে অহিংসার বুলি আওড়ানোর সহস ক’জনই বা দেখাতে পারেন। তিনি করে দেখাতে পেরেছিলেন বলেই মহাত্মা। রবিবার, ২ অক্টোবর ১৫৩তম জন্মবার্ষিকী মোহনদাস করমচাঁদ গাঁধীর।
2/10
১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাতের পোরবন্দর শহরে জন্ম। আজীবন সত্য এবং অহিংসার নীতি নিয়েই চলেছেন। সেই দক্ষিণ আফ্রিকাতেই হোক বা ভারতে।
3/10
স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হলেও, আজও সমান প্রাসঙ্গিক গাঁধী। তাঁর নীতি, আদর্শ, উক্তি, আজও প্রতি পদে অনুপ্রাণিত করে আমাদের। তেমনই কিছু উদাহরণ রইল।
4/10
“প্রথমে ওরা তোমাকে অবজ্ঞা করবে, তোমাকে দেখে হাসবে, তোমার বিরুদ্ধে লড়বে, তাতেই জয় নিশ্চিত তোমার”, জীবনে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এই উক্তি বেদবাক্য।
5/10
“এমন ভাবে বাঁচতে হবে, যেন কালই জীবন শেষ। শিক্ষা হোক এমন, যেন চিরকাল বাঁচবে”, জীবনের সারকথা বুঝিয়ে গিয়েছেন।
6/10
“দুনিয়াকে পাল্টানোর আগে নিজের মধ্যে বদল আনা জরুরি,” মহাত্মার এই কথা রোজকার জীবনে প্রযোজ্য।
7/10
“অন্যের সেবায় জীবন উৎসর্গ করলে তবেই নিজেকে চেনা যায়,” বলে গিয়েছিলেন মহাত্মা।
8/10
“শরীরী বলের উপর শক্তি নির্ভর করে না, নির্ভর করে অদম্য ইচ্ছাশক্তির উপর,” বলেছিলেন মহাত্মা।
9/10
“দুর্বল কখনও ক্ষমাশীল হতে পারে না। ক্ষমা সবল ব্যক্তির পরিচয়,” জীবনের মৌলিক নীতি ঠিক করে দিয়েছিলেন ঢের আগেই।
10/10
“চোখের বদলা চোখ হলে একদিন গোটা গোটা পৃথিবী অন্ধ হয়ে যাবে”, অহিংস নীতির সারকথা বুঝিয়েছিলেন মহাত্মাই। আজও তা মেনে চলেন বিশ্বের শান্তিকামী মানুষ।
Sponsored Links by Taboola