International Yoga day 2022: যোগের ময়দানেও সমান স্বচ্ছন্দ, যোগ দিবসে দেখালেন মন্ত্রীরা
দিল্লির যন্তরমন্তরে বিপুল সমারোহে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। বহু সংখ্যক যোগব্য়য়ামে উৎসুক বহু নাগরিক যোগ দিয়েছিলেন। সেখানে যোগ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআন্তর্জাতিক যোগ দিবসে বিপুল সমারোহে যোগ শিবির আয়োজিত হল দিল্লির পুরানা কিলাতে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যোগ দেন ওই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন ভারতে নিয়োজিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতও।
আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সবাইকে যোগ দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন তিনি। যোগব্যায়াম তাঁর জীবনের অঙ্গ। সবাইকে সুস্থ থাকার জন্য যোগাভ্যাস করার পরামর্শ দেন।
যোগ দিবস উপলক্ষে যোগ শিবিরে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। গুজরাতের কেভাডিয়াতে স্ট্যাচু অফ ইউনিটি চত্বরে যোগ অভ্যাস করেন তিনি।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পুরীর কোনারক সূর্য মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়েছিল একটি শিবির। সেখানে যোগ দেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সবার সঙ্গে বসে যোগাভ্যাস করেন তিনি।
ফতেপুর সিক্রির পঞ্চমহলে আয়োজিত হয় যোগ দিবসের অনুষ্ঠান। বহু উৎসুক ব্যক্তি সেখানে যোগ দেন। ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নকভি। যোগব্যায়াম করেন তিনি।
যোগব্য়ায়ামে ব্যস্ত কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী। মহারাষ্ট্রের নাগপুরে যোগ দিবসের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি।
হরিয়ানার কুরুক্ষেত্রে যোগ শিবিরে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল। যোগব্যায়ামের একাধিক আসন করতে দেখা যায় তাঁকে।
হরিয়ানায় বিপুল সমারোহে যোগ দিবসের অনুষ্ঠান। যোগ দিয়েছিলেন খোদ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। হরিয়ানার ভিওয়ানিতে হয়েছে যোগ শিবির। সকলের সঙ্গে বসে যোগাভ্যাস করেন খোদ হরিয়ানার মুখ্যমন্ত্রী।
যোগ দিবসে যোগাভ্যাস অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। অসমের ডিব্রুগড়ে আয়োজিত যোগ দিবস অনুষ্ঠানে যোগ দেন তিনি। ছবি:এএনআই এবং মন্ত্রক ও মন্ত্রীদের টুইটার অ্যাকাউন্ট থেকে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -