Kashi Vishwanath Corridor : ' কাশী পৃথিবীর কোনও অংশ নয়, এটিকে শিব ত্রিশূলে ধারণ করে রেখেছেন' পড়ুন বারাণসী নিয়ে নানা কিংবদন্তী

দশাশ্বমেধ ঘাট

1/10
শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বারাণসীর কাশী বিশ্বনাথ। শিবেরও না কি সবচেয়ে পছন্দের! আর তাই বলা হয়, কাশী পৃথিবীর কোনও অংশ নয়। এটিকে শিব তাঁর ত্রিশূলে ধারণ করে রেখেছেন।
2/10
বাঙালির সঙ্গে এই কাশীর যোগও বহু কালের! আর সেই কাশীই এবার বদলে যাচ্ছে!
3/10
বিশ্বের প্রাচীনতম জীবন্ত শহরগুলোর মধ্যে অন্যতম হল বারাণসী। কয়েক হাজার বছরের সভ্যতার ইতিহাস, এখানে আজও জীবন্ত।
4/10
বরুণা এবং অসি, এই দুই নদীর মধ্যবর্তী অংশই হল বারাণসী।
5/10
পুরনো কাশী বিশ্বনাথ মন্দিরের আয়তন ছিল ২ হাজার বর্গমিটারের মতো। পুনর্গঠনের পর যা বেড়ে গিয়েছে প্রায় ২৫ গুণ!
6/10
রবিবার সন্ধেয় এভাবেই আরতি হল বারাণসীর দশাশ্বমেধ ঘাটে। আলোয় আলোয় ভরে উঠল গঙ্গাতীর।
7/10
আগে পুণ্যার্থীদের গঙ্গায় স্নান সেরে, গঙ্গার জল নিয়ে অপরিসর গলি দিয়ে মন্দিরে প্রবেশ করতে হত...কিন্তু এখন ললিতা ঘাট থেকে সরাসরি ঢোকা যাবে মন্দিরে।
8/10
কিন্তু এখন মন্দিরের নতুন সাজ দেখে, বাইরে থেকে আসা পুণ্যার্থীদের পাশাপাশি খুশি বারাণসীর স্থানীয় বাসিন্দারাও।
9/10
কাশী বিশ্বনাথ মন্দির যেমন সেজে উঠেছে, তেমনই মন্দিরকে ঘিরে কাশী শহরও সেজে উঠছে ধীরে ধীরে
10/10
সব এক্সক্লুসিভ ছবি ও তথ্য পাওয়া সঞ্চয়ন মিত্রর সৌজন্যে প্রাপ্ত
Sponsored Links by Taboola