Exit Poll 2024
(Source: Poll of Polls)
Multiplex in Kashmir: ৩০ বছরের প্রতীক্ষা শেষ, আজ থেকে কাশ্মীরে খুলছে মাল্টিপ্লেক্স, সামনে এল অন্দরসজ্জার ছবি
সিনেমা হল যা ছিল, গত ৩০ বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে বিগত কয়েক দশক ধরে। বিশেষ মর্যাদা খর্ব হওয়ার পর আরও আঁটোসাটো হয়েছে নিয়ম-কানুন। সেই আবহেই কাশ্মীরে এই প্রথম খুলল মাল্টিপ্লেক্স।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা এবং শোপিয়ান জেলায় খুলেছে দুই মাল্টিপ্লেক্স। মঙ্গলবার থেকে চালু হল সেগুলি। প্রথম ছবি হিসেবে দেখানো হচ্ছে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’।
রবিবার এই দু’টি মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেন উপত্যকার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিন্হা। কাশ্মীরের যুবসমাজ এবং সাধারণ মানুষকে মাল্টিপ্লেক্স দু’টি উৎসর্গ করেন তিনি।
তিনি বলেন, ‘‘কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের জন্য আজকের দিনটি ঐতিহাসিক। পুলওয়ামা এবং শোপিয়ানে দু’টি মাল্টিপারপাজ সিনেমা হলে ছবি প্রদর্শনের পাশাপাশি তথ্য-বিনোদনমূলক ছবি দেখানো হবে।’’
আগামী দিনে অনন্তনাগ, শ্রীনগর, বন্দিপোরা, গান্দেরবল, ডোডা, রাজৌরি, পুঞ্চ, কিশ্তওয়ার এবং রিয়াসিতেও খুব শীঘ্র মাল্টিপ্লেক্স খোলা হবে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।
এর আগে নয়ের দশকের শেষ দিকে কাশ্মীরে বন্ধ পড়ে থাকা সিনেমা হলগুলিকে চালু করতে উদ্যোগী হয়েছিল সরকার। কিন্তু ১৯৯৯ সালের সেপ্টেম্বর মাসে লাল চকের রিগাল সিনেমা হলে গ্রেনেড হামলা চালিয়ে সেই পরিকল্পনা ভেস্তে দেয় জঙ্গিরা।
এই দুই মাল্টিপ্লেক্সেই তিনটি করে প্রেক্ষাগৃহ রয়েছে। এক একটিতে ৫২০ জন একসঙ্গে বসে ছবি দেখতে পারবেন। আধুনিক অডিও সিস্টেমও বসানো হয়েছে।
আটের দশকে কাশ্মীরে বহু সিঙ্গল স্ক্রিন সিনেমা হল ছিল। ব্যবসাও ভাল হতো। কিন্তু জঙ্গিদের লাগাতার হুমকিতে সেগুলি বন্ধ করে দিতে বাধ্য হন সিনেমা হল মালিকরা।
বিগত তিন দশক ধরে বড়পর্দায় ছবি দেখা থেকে বিরতই ছিলেন কাশ্মীরবাসী। অথচ হিন্দি, তামিল, তেলুগু-সহ একাধিক ভাষার অসংখ্য ছবির শ্যুটিং হয়েছে কাশ্মীরে।
জম্মু ও কাশ্মীর ফিল্ম ডেভলপমেন্ট কাউন্সিল ভূস্বর্গে সিনেমার শ্যুটিং করায় বিশেষ উদ্যোগী হয়। কেন্দ্রীয় সরকারের মিশন যুব বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মাল্টিপ্লেক্স খোলা হল সেখানে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -