Kedarnath : নয়ানাভিরাম ! মেঘ-কুয়াশায় ঢাকা কেদারনাথ মন্দির, চলছে পুজো, দেখুন ছবি

কেদারনাথ মন্দিরের চূড়া ঢেকেছে মেঘে। সেখানে দিনেই নেমেছে সন্ধে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
অক্ষয় তৃতীয়ার পর থেকেই শিবক্ষেত্রে এখন তীর্থযাত্রীদের ঢল। বরফ ঘেরা পাহাড়ে নেমে এসেছে ঘন কালো মেঘ।

একদিকে কনকনে ঠাণ্ডা, বৃষ্টি। অন্যদিকে তীর্থযাত্রীদের অদম্য উৎসাহ।
ভারী বৃষ্টি, চলছে তুষারপাত। মেঘ-কুয়াশায় ঢাকা পড়েছে কেদারনাথ মন্দির।
রুদ্রপ্রয়াগেও চলছে বৃষ্টি। প্রবল বৃষ্টি আর হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই চলছে কেদার দর্শন।
৩০ জুন থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। তার আগে চূড়ান্ত প্রস্তুতি। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হওয়ার আগেই শিবলিঙ্গের দর্শন। গুহাজুড়ে তুষারলিঙ্গ।
বল তুষারপাত ও আবহাওয়ার জন্য প্রতিবছরই ছয় মাস বন্ধ থাকে কেদারনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী বা বদ্রিনাথ ধামের দরজা। ওই সময়ে কোনও পুণ্যার্থী সেখানে যেতে পারেন না। প্রবল ঠান্ডায় এবং তুষারপাতে মন্দির ঢাকা পড়ে যায়।
উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে পাহাড়ের কোলে ছোট্ট শহর কেদারনাথ৷ ১১ হাজার ৭৫৯ ফুট উঁচু উপত্যকায় রয়েছে কেদারনাথ মন্দির৷
চারধামের এক ধাম৷ পাশ দিয়ে বয়ে গিয়েছে মন্দাকিনী৷ প্রতিবছর অক্টোবর-নভেম্বর মাসে বন্ধ হয়ে যায় কেদারনাথ মন্দির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -