Leaders Who Left Congress: গুলাম থেকে কপিল সিবল, হার্দিক থেকে অমরিন্দর, বারবার দলত্যাগে টালমাটাল কংগ্রেস
২০১৪ এবং ২০১৯-দুই বারই লোকসভা নির্বাচনে বিজেপির কাছে কার্যত ভরাডুবি হয়েছে কংগ্রেস শিবিরের। এরই মধ্যে একাধিকবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে নিশানা করেছিলেন কংগ্রেসের প্রথমসারির বর্ষীয়ান নেতারা। তারই পাশাপাশি বিভিন্ন সময় কংগ্রেস শিবির ছেড়েছেন একাধিক নেতা। ছবি: পিটিআই/গেটি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজল্পনা ছিলই। শেষ পর্যন্ত কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। শুক্রবার সনিয়া গাঁধীকে চিঠি দিয়ে কংগ্রেস ত্যাগ করেছেন গুলাম নবি আজাদ। রাহুল গাঁধীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন তিনি। তাঁর আগেই বিভিন্ন সময় বিভিন্ন নেতা দল ছেড়েছেন। ছবি: পিটিআই/গেটি
সম্প্রতি দল ছেড়েছেন কংগ্রেসের অন্যতম নবীন মুখ জয়বীর শেরগিল। পঞ্জাবের কংগ্রেস নেতা তিনি, জাতীয় স্তরেও পরিচিত মুখ। শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ যাঁরা তাঁদের কাছে একঘরে হয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন তিনি। চাটুকারিতার কারণে দলের ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন। ছবি: পিটিআই/গেটি
কংগ্রেসে বড় ধাক্কা ছিল কপিল সিব্বলের দলত্যাগও। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কদিন আগেই দলত্যাগ করেন। কংগ্রেস ত্যাগ করার পরেই সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভায় যান তিনি। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের দিকে যাঁরা অভিযোগের আঙুল তুলেছিলেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ছবি: পিটিআই/গেটি
কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ ছিলেন। নবীন প্রজন্মের অন্যতম মুখ ছিলেন জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া। মধ্যপ্রদেশের নেতা এবং জাতীয় স্তরের মুখ জ্যোতিরাদিত্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। ছবি: পিটিআই/গেটি
কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন জিতিন প্রসাদ। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। ২০২২ সালেই জুন মাসে কংগ্রেস ছাড়েন তিনি। পরে বিজেপিতে যোগ দেন। পরে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য হন তিনি। ছবি: পিটিআই/গেটি
অসমের প্রবাদপ্রতিম কংগ্রেস নেতা ছিলেন সন্তোষমোহন দেব। তাঁরই মেয়ে সুস্মিতা দেব। তিনিও কংগ্রেস ছাড়েন। সুস্মিতা অসমের শিলচরের সাংসদও ছিলেন। কংগ্রেস ছেড়ে তিনি যোগ দেন তৃণমূলে। এখন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তিনি। ছবি: পিটিআই/গেটি
পঞ্জাবের বর্ষীয়ান কংগ্রেস নেতা ছিলেন অমরিন্দর সিং। ক্যাপ্টেন সিং নামেই পরিচিত তিনি। পঞ্জাবের গত বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ছাড়েন তিনি। তৈরি করেন নিজের দল পঞ্জাব লোক কংগ্রেস। ছবি: পিটিআই/গেটি
আগেও পঞ্জাবে বড়সড় ধাক্কা খেয়েছিল কংগ্রেস। দল ছেড়েছিলেন সুনীল জাখার। পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্বও সামলেছিলেন তিনি। পঞ্জাবের কংগ্রেসের মুখ্যমন্ত্রী চরণজিত সিং চান্নি এবং আরও কিছু নেতার তীব্র সমালোচনা করে দল ছেড়েছিলেন সুনীল। ছবি: পিটিআই/গেটি
গুজরাতের পাটিদার আন্দোলনের প্রধান মুখ ছিলেন হার্দিক প্যাটেল। পরে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। যদিও তার কিছুদিন পরেই হিন্দুত্ব ইস্যুতে হার্দিকের কড়া সমালোচনার মুখে পড়ে কংগ্রেস। শেষ পর্যন্ত হাত শিবির ছেড়ে বিজেপিতে যোগ দেন হার্দিক প্যাটেল। ছবি: পিটিআই/গেটি
এখন অসমের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনিও অসম কংগ্রেসের অন্যতম প্রধান মুখ ছিল। ২০১৫ সালে কংগ্রেস ছাড়েন তিনি। ছবি: পিটিআই/গেটি
এছাড়াও, অরুণাচল প্রদেশের প্রেমা খান্ডু, মনিপুরের এন বীরেন সিং, কেরলের পিসি চাকো, গোয়ার লুইজিনহো ফেলেইরোর মতো প্রথম সারির একাধিক নেতা কংগ্রেস ছেড়েছেন। ছবি: পিটিআই/গেটি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -