LPG Price Hike: টেবিলে সিলিন্ডার বসিয়ে সাংবাদিক বৈঠক, দেখুন অভিনব প্রতিবাদের মাঝে দেওয়া হল কী বার্তা
রোজই বেড়ে চলেছে পেট্রোল-ডিজেল থেকে গ্যাস। তার প্রতিবাদে সোমবাদ অভিনব প্রতিবাদের পথ নিল কংগ্রেস। সাংবাদিক সম্মেলনের টেবিলে দুটি ফাঁকা গ্যাসেরক সিলিন্ডার নিয়ে হাজির হলেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া সারিনাতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাংবাদিক সম্মেলনে অভিনবত্বের পাশাপাশি ছিল চড়া মেজাজও। সুপ্রিয়া সারিনাতে মোদি সরকারকে সমালোচনায় বিদ্ধ করে বললেন ইতিমধ্যে কৃষকদের প্রতি নৃশংস হয়েছে সরকার। এবার চেষ্টা চলছে সাধারণ মধ্যবিত্ত মানুষদেরও দুমড়ে-মুচড়ে দেওয়ার।
দেশের বেশ কিছু শহরে ইতিমধ্যে পেট্রোল একশোর বেশি টাকা বিকোচ্ছে। ডিজেলেও ক্রমশ পাল্লা দিচ্ছে সেই পথ ধরে। তার মাঝে এভাবে গ্যাসের সিলিন্ডারেরও ক্রমাগত দামবৃদ্ধির জেরে দেশে মূল্যবৃদ্ধি অনিবার্য বলেই আশঙ্কা কংগ্রেস নেত্রীর।
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তাতেও নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। বাইকের অন্তিম যাত্রার সময় হয়ে গিয়েছে, এমন বার্তা দিয়ে হয়েছে অভিনব প্রতিবাদও।
চলতি ফেব্রুয়ারি মাসে একাধিকবার বেড়ে কলকাতাতেও প্রথমবার পেট্রোলের দাম পৌঁছে গিয়েছে ৯০ টাকার উপরে। ৮০-র বেশি ডিজেল। এর মাঝে নতুন দামবৃদ্ধির পর সিলিন্ডার প্রতি দামও প্রায় ৮০০ টাকা। গত এক সপ্তাহ ধরে রোজই কলকাতায় বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম।
পেট্রোল-ডিজেল হোক বা গ্যাসের দাম দেশে এতটা জ্বালানির দামবৃদ্ধি এর আগে দেখা যায়নি। কেন্দ্রীয় সরকারের দাবি, আন্তর্জাতিক বাজারে দামবৃদ্ধি জেরেই এমনটা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -