Covid19 Mock Drill: কোভিড মোকাবিলায় কতটা তৈরি ভারত?দেশজুড়ে মক ড্রিল
করোনা চিকিৎসার পরিকাঠামো খতিয়ে দেখতে দেশজুড়ে কোভিড হাসপাতালগুলিতে আজ মক ড্রিলের আয়োজন করা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেন্দ্রীয় সরকারের পরামর্শ অনুসারে, COVID-19 সম্পর্কিত যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের হাসপাতালগুলি তৈরি কিনা তা দেখে নেওয়ার সময় এসেছে।
তাদের প্রস্তুতি যে একেবারে পাকা, তা নিশ্চিত করতে মঙ্গলবার বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের হাসপাতালে মক ড্রিল অনুষ্ঠিত হয়।
মক ড্রিলগুলি সব জেলায় স্বাস্থ্য সুবিধা কতটা রয়েছে, আইসোলেশন বেড, অক্সিজেন সাপোর্ট সহ বেড, ICU এবং ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া বিছানা পর্যাপ্ত পরিমাণে আছে কি না নজরে রাখা হয় মক ড্রিলে।
জরুরি পরিস্থিতিতে কাজ করার জন্য বহু চিকিৎসক , নার্স ও স্বাস্থ্যকর্মীও প্রয়োজন হয় মহামারী পরিস্থিতিতে। তার জোগান যেন যথেষ্ট থাকে, তা নিশ্চিত করতে হবে রাজ্যগুলিকে।
এরপর কোন হাসপাতালে কী ধরনের ব্যবস্থা রয়েছে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য রাজ্যগুলিকে ৩ দিনের মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পোর্টালে আপলোড করতে বলা হয়েছে।
কলকাতায় আপাতত এম আর বাঙুর, বেলেঘাটা আইডি ও শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। করোনা রোগী এলে এই ৩টি হাসপাতালেই ভর্তি করা হবে।
এছাড়াও, উত্তর ২৪ পরগনার ২টি ও বাকি জেলাগুলিতে একটি করে সরকারি হাসপাতালকে কোভিড চিকিৎসার জন্য চিহ্নিত করা হয়েছে।
করোনা-প্রস্তুতির মহড়া দেখতে দিল্লির সফদরজং হাসপাতালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
ভারতে করোনার বাড়বাড়ন্ত তেমন না হলেও প্রস্তুতিতে খামতি রাখতে চাইছে না। কোভিড-উপযুক্ত আচরণবিধি অনুসরণ করতে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে, মাস্ক পরতে এবং টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -