Mount Kailash: কৈলাশ পর্বতের চূড়ায় আজ অবধি কেউ পৌঁছতে পারেনি, তবু কেন ছুটে যান পর্যটকেরা?
পশ্চিম তিব্বতে অবস্থিত কৈলাশ পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ৬৫৬ মিটার উচ্চতায় অবস্থিত। পর্বত হিসেবে এর উচ্চতা যে বিশাল বেশি তা নয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে বৌদ্ধ, হিন্দু এবং জৈন ধর্মের মানুষের কাছে এটি একটি বিখ্যাত পবিত্র স্থান। হিন্দুধর্মের মতে শিবের বাসস্থান এবং পৃথিবীর কেন্দ্রবিন্দু এই কৈলাশ পর্বত।
কৈলাশ ও মানস সরোবর নিয়ে নানা অলৌকিক ঘটনাও শোনা যায়। যা এখনও পর্যন্ত অজানাই। এই পাহাড়কে রহস্যময় আখ্যাই দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কেউই কৈলাশ পর্বত চূড়ায় আরোহণ করেনি।
যদিও শোনা যায় একজন বৌদ্ধ সন্ন্যাসী কৈলাশ পর্বত শিখরে পৌঁছতে পেরেছিলেন। এরপর অনেকেই কৈলাশ পর্বতের চূড়ায় আরোহণের চেষ্টা করেছিল। এঁদের মধ্যে অনেকে মারাও যান।
মাউন্ট কৈলাশের চূড়া দেখতে পিরামিডের মতো। মিশরের পিরামিডের থেকেও এর উচ্চতা বেশি বলা হয়। অনেকের মত অতিপ্রাকৃত শক্তি তৈরি করেছে এই মাউন্ট কৈলাশ।
যদিও পৃথিবীর কেন্দ্রস্থল হিসেবে গুগল ম্যাপস মাউন্ট কৈলাশের কেন্দ্রস্থল দেখায়। এটিকে পৃথিবীর অক্ষ হিসেবেও দেখা হয়ে থাকে।
প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী মানস সরোবর যাত্রা করেন। তবে অত্যন্ত দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে অল্প সংখ্যক কয়েকজনই যাত্রা সম্পূর্ণ করতে পারেন।
এও কথিত আছে যে এই পাহাড়ে যারা আরোহণ করেছেন তাঁদের চুল ও হাতের নখ বাড়তে থাকে দ্রুতগতিতে। যদিও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলেনি।
সংস্কৃতে কেলাস থেকে কৈলাসের উৎপত্তি। কারণ বরফে ঢাকা কৈলাসকে দেখতে স্ফটিকের মতো মনে হয়। মাউন্ট কৈলাস জয় করা কেন অসম্ভব তা অবশ্য আজও অজানা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -