Mumbai Corona Cases: প্রথমবার দৈনিক সংক্রমণ পার ৩ হাজার, মুম্বইতে ক্রমশ ভয়াবহ করোনা
ফের মাথাচাড়া দিয়েছে করোনা ভাইরাস। দেশে আছড়ে পড়েছে করোনার সেকেন্ড ওয়েভ। পাঁচ রাজ্যে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ উদ্বেগ বাড়াচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই পরিস্থিতিতে দৈনিক করোনা সংক্রমণে সর্বকালীন রেকর্ড গড়ল মুম্বই শহর। শনিবার প্রকাশিত হিসেব অনুযায়ী, বাণিজ্যনগরীতে গতকাল, অর্থাৎ শুক্রবার, ৩,০৬৩ নতুন সংক্রমণ ধরা পড়েছে।
এটিই হচ্ছে মুম্বইয়ের সর্বাধিক দৈনিক সংক্রমণের সর্বকালীন রেকর্ড। এর আগে, ৭ অক্টোবর মাসে দৈনিক সংক্রমণের সংখ্যা ২,৮৪৮ উঠেছিল। এখনও পর্যন্ত সেটিই ছিল সর্বাধিক দৈনিক সংক্রমণ। কিন্তু, শুক্রবার সেই রেকর্ড ভেঙে গেল।
গত মার্চ মাসে প্রথম মুম্বই শহরে করোনা সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে শহরের মোট সংক্রমণের সংখ্যা ৩.৫৫ লক্ষ। এরমধ্যে চিকিৎসাধীন ২০,১৪০ জন।
বৃহন্মুম্বই পুরনিগমের কমিশনার ইকবাল সিংহ চহাল হাসপাতালের কোভিড-শয্যা সংখ্যা বাড়িয়ে ২৪০০ করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি, দৈনিক কোভিড-১৯ পরীক্ষাও ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, দৈনিক টিকাকরণের লক্ষ্যমাত্রাকেও ১ লক্ষ রাখা হয়েছে। বর্তমান দিনে ৪০ হাজার মানুষকে টিকা দেওয়া হয়।
সরকারি আধিকারিকদের আশঙ্কা, এই ধারা বজায় থাকলে, শীঘ্র দৈনিক সংক্রমণ ৫ হাজারে গিয়ে ঠেকবে। সাম্প্রতিককালে, সংক্রমণের হার ৫.২ শতাংশ থেকে বেড়ি হয়েছে ১২.৪ শতাংশ।
তবে, সংক্রমণ বাড়লেও, মৃত্যু ও মৃত্যুর হার অনেকটাই কমেছে বলে জানা গিয়েছে। আগে, যেখানে দিনে ৪০-৫০ জন মারা যেতেন, এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০। ক্রিটিকাল কেসের সংখ্যাও কমেছে।
মহারাষ্ট্র ছাড়াও পঞ্জাব, কর্ণাটক, গুজরাত ও ছত্তীসগঢ়, প্রতিটি রাজ্যেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৮০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
পঞ্জাবে পুরো মার্চ মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দু’সপ্তাহে পঞ্জাবে রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিহারে, চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের ৫ এপ্রিল পর্যন্ত ছুটি বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। থিয়েটার ও অডিটোরিয়ামে ৫০ শতাংশের বেশি দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মহারাষ্ট্র সরকার। আমদাবাদে শনি-রবি বন্ধ রাখা হচ্ছে শপিং মল ও মাল্টিপ্লেক্স।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -