Mumbai Corona Cases: প্রথমবার দৈনিক সংক্রমণ পার ৩ হাজার, মুম্বইতে ক্রমশ ভয়াবহ করোনা

covid

1/10
ফের মাথাচাড়া দিয়েছে করোনা ভাইরাস। দেশে আছড়ে পড়েছে করোনার সেকেন্ড ওয়েভ। পাঁচ রাজ্যে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ উদ্বেগ বাড়াচ্ছে।
2/10
এই পরিস্থিতিতে দৈনিক করোনা সংক্রমণে সর্বকালীন রেকর্ড গড়ল মুম্বই শহর। শনিবার প্রকাশিত হিসেব অনুযায়ী, বাণিজ্যনগরীতে গতকাল, অর্থাৎ শুক্রবার, ৩,০৬৩ নতুন সংক্রমণ ধরা পড়েছে।
3/10
এটিই হচ্ছে মুম্বইয়ের সর্বাধিক দৈনিক সংক্রমণের সর্বকালীন রেকর্ড। এর আগে, ৭ অক্টোবর মাসে দৈনিক সংক্রমণের সংখ্যা ২,৮৪৮ উঠেছিল। এখনও পর্যন্ত সেটিই ছিল সর্বাধিক দৈনিক সংক্রমণ। কিন্তু, শুক্রবার সেই রেকর্ড ভেঙে গেল।
4/10
গত মার্চ মাসে প্রথম মুম্বই শহরে করোনা সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে শহরের মোট সংক্রমণের সংখ্যা ৩.৫৫ লক্ষ। এরমধ্যে চিকিৎসাধীন ২০,১৪০ জন।
5/10
বৃহন্মুম্বই পুরনিগমের কমিশনার ইকবাল সিংহ চহাল হাসপাতালের কোভিড-শয্যা সংখ্যা বাড়িয়ে ২৪০০ করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি, দৈনিক কোভিড-১৯ পরীক্ষাও ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, দৈনিক টিকাকরণের লক্ষ্যমাত্রাকেও ১ লক্ষ রাখা হয়েছে। বর্তমান দিনে ৪০ হাজার মানুষকে টিকা দেওয়া হয়।
6/10
সরকারি আধিকারিকদের আশঙ্কা, এই ধারা বজায় থাকলে, শীঘ্র দৈনিক সংক্রমণ ৫ হাজারে গিয়ে ঠেকবে। সাম্প্রতিককালে, সংক্রমণের হার ৫.২ শতাংশ থেকে বেড়ি হয়েছে ১২.৪ শতাংশ।
7/10
তবে, সংক্রমণ বাড়লেও, মৃত্যু ও মৃত্যুর হার অনেকটাই কমেছে বলে জানা গিয়েছে। আগে, যেখানে দিনে ৪০-৫০ জন মারা যেতেন, এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০। ক্রিটিকাল কেসের সংখ্যাও কমেছে।
8/10
মহারাষ্ট্র ছাড়াও পঞ্জাব, কর্ণাটক, গুজরাত ও ছত্তীসগঢ়, প্রতিটি রাজ্যেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৮০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
9/10
পঞ্জাবে পুরো মার্চ মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দু’সপ্তাহে পঞ্জাবে রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
10/10
বিহারে, চিকিত্‍সক ও স্বাস্থ্যকর্মীদের ৫ এপ্রিল পর্যন্ত ছুটি বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। থিয়েটার ও অডিটোরিয়ামে ৫০ শতাংশের বেশি দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মহারাষ্ট্র সরকার। আমদাবাদে শনি-রবি বন্ধ রাখা হচ্ছে শপিং মল ও মাল্টিপ্লেক্স।
Sponsored Links by Taboola