Narendra Modi Farm Law Repeals: 'সারমর্ম বোঝাতে পারিনি' কৃষকদের কাছে ক্ষমাপ্রার্থনা মোদির, আর কী বললেন
দেশজুড়ে প্রতিবাদের মুখে পড়ে ৩টি কৃষি আইন প্রত্যাহার গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা প্রধানমন্ত্রীর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘কৃষকরা মাঠে ফিরে আসুন, নতুনভাবে সব কিছু শুরু করি’, আবেদন করে প্রধানমন্ত্রীর কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা
আজ ভাষণের শুরুতেই মোদি বললেন, '‘ আমাদের সরকার সেবা ভাবনায় চলে, কৃষকদের অসুবিধাকে কাছ থেকে দেখেছি...কৃষক কল্যাণকে অগ্রাধিকার দিয়েছি’'
সত্ উদ্দেশ্যে আনা আইনের সারমর্ম বোঝাতে পারিনি, ক্ষমাপ্রার্থনা করে কৃষকদের মাঠে ফিরতে আবেদন করেন প্রধানমন্ত্রী
আজ শিখ ধর্মাবলম্বীদের বিশেষ দিন । আজ গুরুপরব। শিখ ধর্মের প্রবর্তক গুরুনানকের আবির্ভাব দিবস। তাই এই দিনটিকেই বেছে নেওয়া বলে মনে করছে রাজনৈতিক মহল।
' কৃষকদের সহজে ক্ষতিপূরণ দিতে নিয়ম সংশোধন করা হয়েছে। আজ কেন্দ্রের কৃষি বাজেট আগের তুলনায় পাঁচ গুণ বেড়েছে। সওয়া লক্ষ কোটি টাকা কৃষি খাতে খরচ করা হচ্ছে’, ভাষণে বলেন মোদি
আগামী বছরের শুরুতেই রয়েছে পাঞ্জাব, উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে, বছরের শেষে এসে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
২০২০-র সেপ্টেম্বরে বিতর্কিত কৃষি আইন সংসদের উভয় কক্ষে পাস করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার। তারপরই রাস্তায় নামেন কৃষকরা।
হরিয়ানা, পাঞ্জাব ও দেশের অন্যান্য রাজ্যের কৃষকদের মিছিল এসে হাজির হয় রাজধানীর দরজায়।
দেশজুড়ে প্রতিবাদের মুখে পড়ে শেষপর্যন্ত ৩টি কৃষি আইন প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্রীয় সরকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -